Viral: ছাত্রের উত্তরপত্র দেখে কোমায় শিক্ষক!
প্রতিটি স্কুল বা কলেজেই বিভিন্ন ধরনের শিক্ষার্থীর দেখা মেলে।

Viral Post: প্রতিটি স্কুল বা কলেজেই বিভিন্ন ধরনের শিক্ষার্থীর দেখা মেলে। এর মধ্যে এমন অনেক শিক্ষার্থী আছে যারা পড়াশোনায় খুবই মেধাবী এবং আগ্রহী হয়। এই ধরনের শিক্ষার্থীরা শিক্ষক-শিক্ষিকাদের একটু বেশি প্রিয় হন। আবার এমন অনেক শিক্ষার্থী আছে যারা পড়াশোনায় খুব ভালোও নয় আবার খারাপও নয়। তবে প্রতিটি স্কুলেই এমন কিছু শিক্ষার্থী থাকে যারা একেবারেই পড়াশোনার সঙ্গে জড়িত থাকে না। এমনকি পড়াশোনা করতেও ভালোবাসে না। কিন্তু পরীক্ষার খাতায় এই সকল পরীক্ষার্থীর ক্রিয়েটিভিটি দেখে মাঝে মাঝে হতভম্ব হতে হয় শিক্ষকদের। তেমনই এক ছাত্রের ক্রিয়েটিভিটি লক্ষ্য করা গেছে পরীক্ষার খাতায়।
Instagram Viral Answer Sheet
সেই ছাত্রটির পরীক্ষার খাতা ভাইরাল (Viral) হয়েছে নেটদুনিয়ায়। ভাইরাল হওয়া খাতাটি নিয়ে মোটামুটি শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। আসলে উত্তরপত্রে ছাত্রটি এমন কিছু লিখেছে যা কোনো মানুষ একসঙ্গে ভাবতে পারেনা। উত্তরটির বিশেষত্ব হল যেখান থেকে এটি শুরু হয়েছিল সেখানেই শেষ হয়। মাঝামাঝি অংশে শিক্ষার্থী কী বলতে চেয়েছে সেই উত্তর একমাত্র সেই দিতে পারবে।
Students Viral Answer Sheet Makes Teacher Shocked
‘Fun ki Life’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা উত্তরপত্রটি দেখে বোঝা যাচ্ছে, পরীক্ষায় ভাকরা নাগাল প্রকল্প সম্পর্কে কোনো প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে শিক্ষার্থী যা লিখেছে তা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। উত্তরের শুরুতে ছাত্রটি লেখে, বাঁধটি শতলুজ (শতদ্রু) নদীর উপর নির্মিত। এরপরই তার উত্তর পৌঁছে যায় সর্দার প্যাটেল, টাটা-বাই বাই, পন্ডিত জওহরলাল নেহেরু, গোলাপ চাষ, চিনি, লন্ডন, জার্মানি এবং বিশ্বযুদ্ধ পর্যন্ত। তবে উত্তরের শেষে সে আবার পাঞ্জাব ও শতলুজ (শতদ্রু) নদী হয়ে বাঁধের দিকে ফিরে আসে। এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই হাসির রোল উঠেছে সাইবারবাসীদের মধ্যে।
ছাগলের ট্রেনের টিকিট! আদিবাসী মহিলার সততা দেখে মুদ্ধ নেটপাড়া
এই ধরনের উত্তরপত্র চেক করে কোনো শিক্ষকই সুস্থ থাকতে পারেন না। ছেলেটিকে ১০ নম্বরের মধ্যে শূন্য দিয়েছেন শিক্ষক সঙ্গে যোগ করেছেন একটি মন্তব্যও। তিনি লিখেছেন, ‘শিক্ষক কোমায়’। এখন কেউ যদি ইতিহাস, ভূগোল, শিল্প, সাহিত্য সবকিছু এক পাতায় দেখায়, তবে শিক্ষক কীভাবে তা সহ্য করবেন। সকলেই এই পোস্টে আকর্ষণীয় প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, এই শিক্ষার্থীর পা স্পর্শ করা উচিত। একজন ব্যবহারকারী লিখেছেন, যে এই উত্তরপত্র লিখেছে তাকে ২১ বন্দুকের স্যালুট দেওয়া উচিত। আবার কেউ কেউ তার প্রতিভার প্রশংসাও করেছেন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি