ভাইরাল

Viral: ভিক্টোরিয়া থেকে হাওড়া ব্রিজ জলের তলায় গোটা কলকাতা! শিউরে ওঠার মত ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়া জুড়ে 

কলকাতার এক অদ্ভুদ চিত্র। যেখানে দেখা গিয়েছে কলকাতার ঐতিহ্যের হলুদ ট্যাক্সি থেকে শুরু করে ভিক্টোরিয়া, কলকাতা প্রেমীর প্রিন্সেস ঘাট বা সরোবর সবই চলে গিয়েছে জলের তলায়।

Advertisements

Viral: বর্তমানে গরমের চোটে হাসফাঁস করছে গোটা বঙ্গবাসী। মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টি হলেও গরম থেকে রেহাই পাচ্ছেন না কেউই। অগত্যা সকলেই ভরসা রাখছেন কুলার কিংবা এসিতে। বর্তমানে বিশ্ব উষ্ণায়নের প্রভাব সর্বত্র।৬ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে গরম। গলছে গ্লেসিয়ার্সের বরফ, বৃদ্ধি পাচ্ছে জলস্তর।

Viral Photo Kolkata Goes Under Water

Viral

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসছে কলকাতার এক অদ্ভুদ চিত্র। যেখানে দেখা গিয়েছে কলকাতার ঐতিহ্যের হলুদ ট্যাক্সি থেকে শুরু করে ভিক্টোরিয়া, কলকাতা প্রেমীর প্রিন্সেস ঘাট বা সরোবর সবই চলে গিয়েছে জলের তলায়। তারই মাঝে হেঁটে চলেছে মানুষ। বৃষ্টিতে কলকাতার রাস্তায় জল জমা কোনো নতুন ঘটনা নয় তবে গোটা কলকাতা শহর জলের তলায় চলে যাওয়ার মতো বৃষ্টি এখনোও পর্যন্ত হয়নি। তবে কীভাবে জলের তলায় গেল বাঙালির প্রিয় কলকাতা শহর! কোথা থেকেই বা এই ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায় সকলের মনেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। আসলে এই সবই আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা AI- এর কেরামতি।

Viral

Advertisements

সম্প্রতি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স প্রযুক্তি বা AI ব্যবহার করে জলের তলায় কলকাতা শহরের ছবি পোস্ট করেছেন অরূপ রায় নামের এক ব্যক্তি। তার এহেন কাজের ফলে জলের তলায় চলে গিয়েছে কলকাতার ট্রাম লাইন থেকে শুরু করে দক্ষিণেশ্বরের মন্দির, নিকো পার্ক, কলকাতার সব রাস্তা।

Viral

প্রসঙ্গত উল্লেখ্য, এই ছবি যেন কলকাতা শহরের ভবিতব্য। গত বছরই এক সংবাদ মাধ্যমকে ভূতত্ত্ববিদ সুজীব কর জানিয়েছিলেন, আগামী ১২ বছরের মধ্যে জলের তলায় চলে যাবে তিলোত্তমার কিছু অংশ। ভূ-বিজ্ঞানীদের আশঙ্কা দিনের পর দিন জলস্তর বৃদ্ধি পাওয়ায় ঘটতে পারে এমন ঘটনা। কলকাতা শহরের বেশিরভাগ অংশ দাড়িয়ে রয়েছে নড়বড়ে মাটির উপর আর তাই জলস্তর বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই ধসে পড়বে শহরের একাংশ। এর আগেই ২৫০০ সালে কলকাতা শহর কেমন থাকতে পারে সেই কথা ভেবে AI ব্যবহার করে শহর কলকাতাকে জলের তলায় ডুবিয়ে দিয়েছেন অরূপ রায় নামক ব্যক্তিটি।

ফ্লপ হিরো থেকে বাংলার মহানায়ক হওয়ার যাত্রা! স্মৃতির ভেলায় ভেসে দেখা উত্তমের জীবনী

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles