Subhashree Ganguly: আর মাত্র চার মাস! বেবি বাম্প নিয়েই জিমে শরীরচর্চা শুভশ্রীর
টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে 'শুভশ্রী গাঙ্গুলী' (Subhashree Ganguly) হলেন অন্যতম।

Subhashree Ganguly: টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে ‘শুভশ্রী গাঙ্গুলী’ (Subhashree Ganguly) হলেন অন্যতম। ভিন্ন ধারার অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের মনে ভালো জায়গা করে নিয়েছেন তিনি। ঘর বেঁধেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সঙ্গে। ইতিমধ্যে এক সন্তানের মা-ও হয়েছেন তিনি। তবে শুভশ্রীর ঘরে এখন শুধুই আনন্দ সংবাদ। চলতি বছরেই দ্বিতীয় সন্তানের মুখ দেখবেন রাজ-ঘরণী। দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন শুভশ্রী। এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়াময় অভিনন্দনের ঝড় বয়ে গিয়েছিল। সম্ভবত ডিসেম্বরেই ইউভানের নতুন সঙ্গী আসতে চলেছে রাজের পরিবারে। তবে অন্তঃস্বত্বা অবস্থাতেই শরীর চর্চায় মন দিয়েছেন অভিনেত্রী।
Tollywood Actress Subhashree Ganguly
প্রথম সন্তান ইউভান আসার সময় শুভশ্রী নিজেকে অভিনয় থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়েছিলেন। তবে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে তিনি এমনটা করছেন না। অন্তঃস্বত্তা অবস্থাতেই একাধিক ছবির শুটিং করেছেন সঙ্গে করছেন সহ প্রযোজনার কাজ। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রাজ চক্রবর্তী’ পরিচালিত ‘আবার প্রলয়’। যেখানে প্রযোজকের ভূমিকায় ছিলেন শুভশ্রী। এর পাশাপাশি ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনেও তাঁকে দেখা গিয়েছিল। তবে যে কারণের জন্য অভিনেত্রী বর্তমানে ভাইরাল, তা হল শরীরচর্চা। অন্তঃসত্ত্বা অবস্থাতেই ভরপুর শরীর চর্চায় মন দিয়েছেন তিনি। সম্প্রতি সামনে এসেছে সেই ছবি।
Subhashree Baby Bump Spotted
শুভশ্রীর আপলোড করা ছবিগুলিতে তাঁকে দেখা গিয়েছে জিমের পোশাক পরে শরীরচর্চা করতে। এর মধ্যেই তাঁর বেবি পাম্প ছিল স্পষ্ট। জোর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। যদিও বলিউডের বহু অভিনেত্রীদেরই অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরচর্চার নানান মুহূর্ত নজর কেড়েছে এর আগেও। আর এখন এই তালিকা থেকে পিছিয়ে রইল না টলিউডও।
বাঙালি সাজে টলি ডিভা শুভশ্রী গাঙ্গুলী, ট্র্যাডিশনাল ফ্যাশনে অভিনেত্রী এনে দিলেন অন্য মাত্রা!
অভিনেত্রী কিন্তু একইভাবে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন স্বামী রাজ। তবে ডিসেম্বরে কিছুটা হালকা কাজ রাখারই সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্মের পর আবারো একটি নতুন চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি