Dadagiri: বিস্ময় বালক! দাদাগিরির মঞ্চে খুদের দুর্ধর্ষ প্রতিভা দেখে মুগ্ধ নেটপাড়া
জি বাংলার একটি জনপ্রিয় রিয়্যালিটি শো হল দাদাগিরি।

Dadagiri: বর্তমান দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের চোখের সামনে উঠে আসে বিভিন্ন তথ্য, ছবি বা ভিডিও। এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি মানুষকে তথ্যসমৃদ্ধ করার পাশাপাশি মনোরঞ্জনও করে থাকে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পরিচিতি লাভ করে পৃথিবীর বিভিন্ন প্রান্তের অজানা প্রতিভা। বর্তমান দিনে বিভিন্ন ধরনের ছবি বা ভিডিওর পাশাপাশি কোনো সিরিয়াল বা রিয়্যালিটি শোয়ের ক্লিপও ভাইরাল হতে দেখা যায় নেট দুনিয়ায়। তেমনই দাদাগিরির (Dadagiri) একটি পর্ব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেই পর্বে উপস্থিত হয়েছিল এক ক্ষুদে প্রতিভা। সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যে এই ক্ষুদে প্রতিভা সকলের কাছে পরিচিতি লাভ করেছে।
Dadagiri Zee Bangla
জি বাংলার একটি জনপ্রিয় রিয়্যালিটি শো হল দাদাগিরি (Dadagiri)। সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত এই রিয়্যালিটি শোয়ের জনপ্রিয়তা তুঙ্গে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেরই পা পড়ে এই দাদাগিরির মঞ্চে। আসলে কেউই মহারাজার সঙ্গে খেলার সুযোগ মিস করতে চান না। সেই তালিকা থেকে বাদ পড়ে না খুদেরাও। এই সব খুদেদের মজাদার উত্তরে জমে যায় রিয়্যালিটি শোয়ের মঞ্চ। তেমনি এক ক্ষুদে প্রতিভার আগমন ঘটেছিল দাদাগিরির মঞ্চে।
জল্পনার অবসান! নীলের সঙ্গে বিয়ের আগেই ময়ূরীর শয়তানি ফাঁস! প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব
&nsp;
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে মঞ্চে উপস্থিত বাচ্চাটিকে ছবি দেখে বিভিন্ন দেশের পতাকা শনাক্ত করতে দেখা গিয়েছে। বাচ্চা ছেলেটির কথায়, সে এক মিনিটে ১৩৮টি দেশের পতাকা শনাক্ত করে ইন্টারন্যাশনাল রেকর্ড করেছে। এছাড়াও মাত্র ৩৭ সেকেন্ডে ১০০-১ ফাস্টেস্ট রেসিটেশন করে ইতিমধ্যেই রেকর্ড গড়েছে সে। মঞ্চে তার প্রতিভা যাচাই করে রীতিমতো হতভম্ব হয়েছেন সৌরভ গাঙ্গুলী। মঞ্চে উপস্থিত দর্শক থেকে এই খুদের প্রতিভায় মুগ্ধ হয়েছেন সকল সাইবারবাসী। এই খুদের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের ইতিবাচক মন্তব্যে ভরে উঠেছে ভিডিওটির কমেন্ট সেকশন। কেউ লিখেছেন, ‘ট্যালেন্টেড বয়’, আবার কেউ লিখেছেন, ‘এক্সিলেন্ট’। অন্য একজন লিখেছেন, ‘মাল্টি ট্যালেন্টেড বয়’।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি