Soumitrisha Kundu’s Dance: বৃষ্টি ভেজা শরীরে, পাহাড়ি রাস্তায় এই বিশেষ মানুষের জন্য নাচলেন ‘ মিঠাই রাণী ‘ সৌমিতৃষা!
৭ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে কিং খান অভিনীত 'জওয়ান (Jawan)' ছবিটি।

Soumitrisha Kundu’s Dance video: বর্তমানে জওয়ান (Jawan) ঝড়ে কাঁপছে গোটা দেশ। দেশ থেকে বিদেশ ছবিটা একই রকম। সম্প্রতি ৭ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে কিং খান অভিনীত ‘জওয়ান (Jawan)’ ছবিটি। রিলিজের আগেই ৩৭ কোটি টাকার ব্যবসা করেছিল এই সিনেমা। প্রথম দিন থেকেই এই ছবির জন্য শাহরুখ ভক্তদের উন্মাদনা তুঙ্গে। হাউসফুল প্রতিটি সিনেমাহল। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সর্বত্রই দেখা যাচ্ছে সেই পুরোনো শাহরুখ ম্যাজিক। ইতিমধ্যেই ‘জওয়ান (Jawan)’ সিনেমার প্রতিটি গান ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এই সব ট্রেন্ডিং গানে গা ভাসিয়েছেন সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষও। এই তালিকা থেকে বাদ পড়েননি টলি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।
Actress Soumitrisha Kundu
বর্তমানে সৌমিতৃষা কুন্ডুকে চেনেন না এমন মানুষ নেই। জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) ধারাবাহিকের মাধ্যমে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রী ছোটো পর্দা ছেড়ে বড় পর্দায় পাড়ি দিয়েছেন টলিউড অভিনেতা দেবের হাত ধরে। প্রধান সিনেমায় দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে। বর্তমানে প্রধান সিনেমার শুটিংয়েই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
Soumitrisha Kundu Viral Video
তবে হাজার ব্যস্ততার মাঝেই সকলের প্রিয় মিঠাই রানিকে দেখা গিয়েছে জওয়ান ট্রেন্ডে গা ভাসাতে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে নিজের একটি ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওটিতে অভিনেত্রীকে পাহাড়ি রাস্তায় ‘জওয়ান (Jawan)’ সিনেমার ‘চলেয়া (Chaleya)’ গানটিতে নাচতে দেখা গিয়েছে।ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমার শাহরুখের জন্য’। তিনি যে শাহরুখের একনিষ্ঠ ভক্ত তা তাঁকে দেখেই বোঝা যাচ্ছে।
পরনে টুকটুকে লাল পোশাক, সমুদ্র সৈকতে উদ্দাম নাচ অভিনেত্রী শ্রাবন্তীর! ভাইরাল ভিডিও
Netizen’s Reaction
ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। কমেন্ট সেকশনে সকলেই অভিনেত্রীর তারিফ করেছেন। কেউ লিখেছেন, ‘কী কিউট লাগছে তোমাকে’। অন্য একজন লিখেছেন, ‘পাহাড়ে বৃষ্টিতে নাচার আনন্দটাই আলাদা’। সৌমিতৃষার এক ভক্তের কথায়, ‘STK যখন SRK’। বিভিন্ন ইতিবাচক মন্তব্যে ভরে উঠেছে ভিডিওটির কমেন্ট সেকশন। বড় পর্দায় প্রিয় অভিনেত্রীকে দেখার অপেক্ষায় রয়েছেন সকল দর্শক। আপাতত পাহাড়ে শ্যুটিংয়ের শুটিংয়ের মাঝে বেশ ভালই সময় কাটাচ্ছেন সৌমিতৃষা। সেই সব মুহূর্তের ছবিও উঠে এসছে সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে মুক্তি পাবে দেব-সৌমিতৃষা জুটির প্রথম ছবি প্রধান।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি