Srabanti Chatterjee: সোশ্যাল মিডিয়ায় ফাঁস শ্রাবন্তীর ট্রেন্ডিং ভিডিও, না দেখলেই মিস!
বড় পর্দায় জনপ্রিয়তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় তিনি।

Srabanti Chatterjee: টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে ‘শ্রাবন্তী’ (Srabanti Chatterjee) হলেন অন্যতম। বড় পর্দায় জনপ্রিয়তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রামে প্রায় ৩.২ মিলিয়ন মানুষ ফলোয়ার্স এই অভিনেত্রীর। শ্রাবন্তীকে নিয়ে যতই বিতর্ক হোক না কেন, তাঁর সৌন্দর্য সকলকেই খুব সহজে মুগ্ধ করে তোলে। এই বয়সে এসেও তাঁর গ্ল্যামারের কাছে হার মানবে যে কোনো তরুণী! সোশ্যাল মিডিয়ায় হামেশাই লাস্যময়ী রূপের দ্বারা দর্শকদের নজর কাড়েন তিনি আর এবারও সেরকমভাবেই জনপ্রিয় হয়ে উঠলেন ।
Tollywood Actress Srabanti Chatterjee
তবে এবার আর নিজের ইনস্টাগ্রামের পাতা থেকে নয়, ‘টলি অনলাইন’ (Tollyonline) নামক একটি পেজ থেকে শ্রাবন্তীর একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যদিও তারা দাবি করেছেন, এই ভিডিওটি নাকি শ্রাবন্তীই তাদের পাঠিয়েছে। তবে ভিডিওটি যে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে ভিডিও ভাইরাল হওয়ার অন্যতম কারণ হলেন অভিনেত্রী শ্রাবন্তীর সাজ-পোশাক। আবারো সেই একই গ্ল্যামারাস লুকে সকলের নজর কেড়েছেন তিনি।
Viral Instagram Video
ভিডিওটিতে শ্রাবন্তীর পরনে ছিল অত্যন্ত সুন্দর সিকুইনের কাজ করা একটি গর্জিয়াস গাউন। সঙ্গে মুখে চড়া মেকআপ করেছিলেন অভিনেত্রী। ঠোঁটে ছিল লাল লিপস্টিক। ছোট ছোট করে কাটা চুল খোলাই রেখেছিলেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুঁয়ে দিচ্ছেন অভিনেত্রী আর ব্যাকগ্রাউন্ডে বাজছে আলিয়া ও রণবীরের হিট গান ‘ঝুমকা’।
ফাঁকা বেডরুমে জামার বোতাম খুলে খেল দেখলেন শ্রাবন্তী!…. ভাইরাল ভিডিও
ইনস্টাগ্রামে আপলোড করা ওই ভিডিওটির ভিউস সংখ্যা ইতিমধ্যেই ৮০ হাজার ছুঁয়েছে। সকলেই এক বাক্যে শ্রাবন্তীর প্রশংসা করেছে। তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছে সকলেই। কেউ কেউ আবার কমেন্টে শ্রাবন্তীর রিপ্লাইয়েরও অপেক্ষা করে বসে আছে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি