ভাইরাল

Virat Kohli: মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলেন বিরাট কোহলি? রেজাল্ট দেখলে কপালে উঠবে চোখ

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম সফল ব্যক্তি হলেন বিরাট কোহলি (Virat Kohli)।

Advertisements

Virat Kohli: ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম সফল ব্যক্তি হলেন বিরাট কোহলি (Virat Kohli)। এই কথা নিয়ে অবশ্য কারোর কোনো সন্দেহ নেই। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক দেশের পাশাপাশি যে বিশ্বের দরবারেও সমানভাবে চর্চিত, সেটা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন পরে না। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে বিরাট কোহলি মানে রানের মেশিন।

Virat Kohli

Virat Kohli

Advertisements

একদিকে যেমন হিংস্র মনোভাব, অন্যদিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে জেতানোর ক্ষমতা; সব দিকেই এগিয়ে রয়েছেন তিনি। বর্তমানে ভারতের পাশাপাশি বিশ্বের ক্রিকেটারদের মধ্যে এক কথায় বলা যায় সর্বাপেক্ষা ধনী ক্রিকেটার হলেন বিরাট কোহলি। সাম্প্রতিক সময়ে বিরাট কোহলির মোট আয় প্রায় হাজার কোটি টাকার বেশি। অন্যদিকে তাঁর রয়েছে একটি রেস্তোরা। যেখানে মাঝে মধ্যেই দেখা যায় বিরাট-অনুষ্কা জুটিকে।

How Many Marks Virat Kohli Get in 10th

Virat Kohli

তবে কোহলি প্রেমীদের মনে বরাবরই তাঁর ছোটবেলা নিয়ে জানার আগ্রহ থাকে। তিনি ঠিক কেমন ছিলেন পড়াশোনায়, কেমন ছিল তাঁর পারিপার্শ্বিক পরিবেশ; এই সমস্ত বিষয় জানতে মুখিয়ে থাকে সাধারণ মানুষ। সম্প্রতি ঠিক সেরকমই একটি পোস্ট চোখে পড়ছে সমাজ মাধ্যমের পাতায়। যেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলির দশম শ্রেণীর ফলাফল।

 ১৫ বছর বয়সেই ইঞ্জিনিয়ার! জানেন নির্ভয় ঠাকার-এর অসামান্য গল্প? 

IAS Officer Jitin Yadav Shared Marksheet

ভারতীয় দলের অধিনায়ক দশম শ্রেণী পাশ করেছিলেন সিবিএসসি বোর্ড থেকে। আর তারই কিছু ঝলক এবার উঠে এলো সমাজ মাধ্যমের পাতায়। জিতিন যাদব নামে এক আইএএস আধিকারিক তাঁর দশম শ্রেণীর ফলাফল শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, ইংরেজি সমাজ বিজ্ঞানের মতো বিষয়ে তিনি বেশ ভালই ফল করেছেন। তবে বিজ্ঞানের ক্ষেত্রে তিনি যে খুব ভালো ছাত্র ছিলেন না, সেটা অবশ্য স্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles