ট্রেন্ডিং

Visual Test: ছবিতে কতগুলি ডিম আছে গুনে বলুন, সময় মাত্র ৯ সেকেন্ড

অপটিক্যাল ইলিউশনগুলি দেখে খুবই সোজা লাগলেও এইগুলির সঠিক সমাধানের জন্য প্রয়োজন প্রখর দৃষ্টিশক্তি ও উপস্থিত বুদ্ধি।

Advertisements

Visual Test: বর্তমানে সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছে অপটিক্যাল ইলিউশন জাতীয় চোখের ধাঁধা। এই সমস্ত বুদ্ধির খেলাগুলিতে মানুষ আগ্রহ সহকারে অংশগ্রহণ করে থাকেন।

অপটিক্যাল ইলিউশনগুলি দেখে খুবই সোজা লাগলেও এইগুলির সঠিক সমাধানের জন্য প্রয়োজন প্রখর দৃষ্টিশক্তি ও উপস্থিত বুদ্ধি।

Advertisements

আজকাল নিজের অবসর সময়ে এই মজার ধাঁধাগুলিতেই অংশ নেয় নেটিজেনরা।

Visual Test: How Many Egges Are In The Cart?

Visual Test

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ইলিউশন ভাইরাল হয়েছে। যেখানে একটি ডিমের কার্টের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সমাধানকারীদের জন্য আসল ধাঁধা হলো কার্টে কটি ডিম আছে তা শনাক্ত করতে হবে।

Can you Told How Many Eggs Are In The Cart in Just 9 Secs?

Optical illusion

এখন চ্যালেঞ্জ হল মাত্র ৯ সেকেন্ডের মধ্যে ছবিটির মধ্যে কটি ডিম আছে তা বলতে হবে সমাধানকারীদের। মাত্র ৯ সেকেন্ডে ডিমের আসল সংখ্যা বলতে পারলেই বোঝা যাবে সমাধানকারী প্রখর বুদ্ধির অধিকারী।

সময় শুরু হয়ে গিয়েছে।

ভালোভাবে মনোযোগ সহকারে দেখে ডিমের সংখ্যা নির্ধারণ করতে হবে।

সময় কিন্তু এগিয়ে যাচ্ছে। ৫,৪,৩,২,১..

সময় শেষ হল ঠিক এখানেই।

একই শব্দের ভিড়ে ভিন্ন শব্দকে খুঁজুন মাত্র 14 সেকেন্ডে!

Solution

Visual Test

অনেকেই হয়তো বুঝে গিয়েছেন কার্টে কতগুলি ডিম রয়েছে এবং অনেকেই সঠিক উত্তরও দিয়ে দিয়েছেন। কিন্তু অনেকেই এত কম সময়ের মধ্যে সমাধানে আসতে পারেননি। চিন্তার কোনো কারণ নেই। উত্তরটিকে সঠিকভাবে উপস্থাপন করা হলো সমাধানকারীদের জন্য। একদম শেষের সারিতে ৪*৪ অর্থাৎ ১৬টি ডিম থাকবে। তার পরের সারিতে ৩*৩ অর্থাৎ ৯টি ডিম থাকবে। এরপরের সারিতে ২*২ অর্থাৎ ৪টি ডিম থাকবে এবং শীর্ষে ১টি ডিম থাকবে। সব কটিকে যোগ করলে হচ্ছে মোট ৩০টি ডিম হচ্ছে। এর পাশাপাশি দৃশ্যমান নয় এমন ডিমগুলিও বিবেচনা করা প্রয়োজন।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles