Icche Putul: বেহায়াপনার সীমা পার! বিয়ের আগেই নীলের কাছে শারীরিক সম্পর্কের আবদার করলো ময়ূরী, পর্ব দেখে ছি ছি করছে দর্শকরা
দুই বোনের জীবন কাহিনীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ধারাবাহিকের গল্প।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ইচ্ছে পুতুল (Icche Putul)। যত সময় এগোচ্ছে ততই দর্শকের মনে পাকাপাকি স্থান দখল করে নিচ্ছে এই ধারাবাহিক। দুই বোনের জীবন কাহিনীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ধারাবাহিকের গল্প।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে শেষ পর্যন্ত রূপের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে গিনির। গাঙ্গুলী বাড়ির সকলে এই বিয়েতে খুশি হলেও মন থেকে বিয়েটা মেনে নিতে পারেনি মিনি ও লাল। বিয়ের রাতে রূপের অসংলগ্ন আচরণ চোখে পড়েছিল দুজনেরই। কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কায় কোন কিছুই বাড়ির লোককে জানিয়ে উঠতে পারে না তারা। অন্যদিকে দেখা যায় ময়ূরীকে গাঙ্গুলী বাড়ির বউ করতে উঠে পড়ে লেগেছে মীনাক্ষী দেবী। যত তাড়াতাড়ি সম্ভব মেঘ ও নীলের ডিভোর্স যাতে হয়ে যায় সেই ব্যবস্থাই করছে সে। নীলও মেঘকে জ্বালাতে ঘুরে বেড়াচ্ছে ময়ূরীর সঙ্গে। মনে মনে কষ্ট হলেও মেঘ তাতে বিশেষ পাত্তা দেয়না। অন্যদিকে গিনির সামনে রূপের পর্দা ফাঁস হওয়ার আগেই ময়ূরী চাইছে নীলের সঙ্গে বিয়ে সেরে ফেলতে। মেঘ তাকে ইতিমধ্যে জানিয়েছে গিনি যখন সব সত্যি বলবে সবার সামনে তখন সে কি করবে! মেঘের বলা কথায় ভয় পায়। তাই আপাতত সে কোনোভাবেই ঝুঁকি নিতে চাইছে না।
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে, ময়ূরী নীলকে বলছে মেঘের সঙ্গে তার ডিভোর্স যাবে হবে হোক, তার আগে তারা মন্দিরে বিয়ে করে নেওয়া উচিত, এরপর নীল রাজি না হলে, ময়ূরী বলে তবে নীল আর মেঘের ডিভোর্স হয়ে গেলেই তারা দুজন রেজিস্ট্রি সেরে ফেলবে। ততদিন যেন ময়ূরীকে নিজের করে নেয় নীল। ময়ূরীর কথা শুনে বেশ চমকে ওঠে নীল। অন্যদিকে দেখা যায় গুরুজী না থাকায় জিষ্ণু মেঘকে বলছে সে তার বাড়িতে একা রেওয়াজ করতে পারবে কিনা! মেঘ তখন জিষ্ণুকে জানায় তবে কি তার বাড়িতে রেওয়াজ করবে? ধারাবাহিকের আগামী পর্বে কোন দিকে মোড় নেবে মেঘ ও জিষ্ণুর সম্পর্কের সমীকরণ তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। এদিকে ময়ূরী ও নীলের বিয়ে আদৌ হবে নাকি তার আগেই পর্দা ফাঁস হবে ময়ূরীর তা জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি