খবর

Weather Forecast: কমছে তাপমাত্রার পারদ! কবে থেকে শীত পড়বে বঙ্গে? কী বলছে হাওয়া অফিস

নভেম্বরের প্রথম সপ্তাহে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ।

Advertisements

Weather Forecast in West Bengal: দুর্গাপূজার রেশ কাটেনি এখনো। শীত পড়তেও এখন ঢের দেরি বঙ্গে। কিন্তু শীত যে আসন্ন তার জানান দিচ্ছে হেমন্তের হিমেল হাওয়া। ভোরের দিকে নামছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিসের তথ্য অনুসারে আগামী কয়েকদিন বঙ্গে এই আবহাওয়াই বজায় থাকবে। যদিও তারপর আবার ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ।

Weather Forecast In Kolkata

সোমবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। যদিও এই তাপমাত্রা স্বাভাবিক। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে আজ রাজ্যের অন্যান্য প্রান্তে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম ছিল। কোথাও ১৮ তো আবার কোথাও ১৯, কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছিল ১৭ ডিগ্রি। পাহাড়ের ক্ষেত্রে এই তাপমাত্রার পারদ ছিল আরও কম।

Advertisements

Weather Forecast In Different District Of West Bengal

হাওয়া অফিসের পরিসংখ্যান অনুসারে, উত্তরের পাহাড়ি অঞ্চলগুলি বাদে সোমবার অর্থাৎ আজ সর্বনিম্ন তাপমাত্রা দেখা গিয়েছে বর্ধমানে। সেখানের তাপমাত্রা ছিল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি কম। তবে দার্জিলিঙে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি অর্থাৎ ১১.৪ ডিগ্রি।

১লা নভেম্বর থেকে নিয়ম পরিবর্তন একাধিক ক্ষেত্রে, জানুন কী প্রভাব পড়তে চলেছে

বঙ্গের অন্যান্য রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে: 

Advertisements
  • বাঁকুড়া- ১৮.৭
  • আসানসোল- ১৯.৯
  • বিষ্ণুপুর- ১৮.৭
  • মুর্শিদাবাদ- ১৯.২
  • পুরুলিয়া- ১৮.৫
  • শ্রীনিকেতন- ১৯.২
  • শিলিগুড়ি- ১৮.৫
  • জলপাইগুড়িতে- ১৭.৩ কালিম্পঙ- ১৪.৪
  • কোচবিহার-১৭.৯
  • দিঘা- ২০.৯
  • ডায়মন্ড হারবার- ২২.৬,
  • দমদম- ২১.৮
  • কৃষ্ণনগর- ২২
  • মেদিনীপুর- ২১

অর্থাৎ সর্বত্র তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে ছিল।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী দুদিন এই তাপমাত্রা বহাল থাকবে। তারপর পারদ ঊর্ধ্বমুখী হবে বঙ্গের। আকাশ হালকা মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভবনা নেই। চারিদিকে শুষ্ক আবহাওয়াই থাকবে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles