Weather Update: কমবে বৃষ্টির দাপট বাড়বে গরম, আপাতত পশ্চিমে সরছে নিম্নচাপ!
তবে এখনো মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপরেই অবস্থান করায়, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Weather Update: সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মেঘলা আকাশ। তবে আবহাওয়াবিদদের মতে, আজ থেকে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। টানা দু’দিন যেভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে, ধীরে ধীরে কমে আসবে সেই পরিমাণ। তবে এখনো মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপরেই অবস্থান করায়, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে বাতাসে জলীয় বাষ্পের প্রভাবে বাড়বে গরম।
Monsoon Update, Today 3rd August
আজ বৃহস্পতিবার থেকেই নিম্নচাপ সরবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে। এর ফলে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এইসব জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজও সমুদ্রে যেতে মৎস্যজীবীদের একইভাবে সর্তকতা জারি করা হয়েছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমবে। সেই কারণেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে।
Kolkata Weather Update, 3rd August Thursday
- তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আগের থেকে ২ ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
- বৃষ্টিপাত
সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা থাকবে। এর সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে গত দু’দিনের ভারী বর্ষণের হাত থেকে রেহাই পাবে শহরবাসী। হাওয়া অফিস জানিয়েছে, অতি ভারী বর্ষণের কোনও পূর্বাভাস নেই।
ধেয়ে আসছে নিম্নচাপ, প্রবল ঝড় বৃষ্টির সর্তকতা জারি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়
- আর্দ্রতা
বৃষ্টিপাতের পরিমাণ কমার সাথে সাথে বাতাসে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৬ শতাংশ।
- সূর্যোদয়-সূর্যাপ্ত
আজ সূর্যাস্ত হয়েছে ভোর ৫:০৮ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬:১৬ মিনিটে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি