অফবিট

Garchumuk tour: এইবার শীতে বনভোজনের আদর্শ ঠিকানা শান্ত-নিরিবিলি সবুজে ঘেরা গড়চুমুক

এইবার শীতে পিকনিকের অন্যতম আকর্ষণ হলো গড়চুমুক পর্যটন কেন্দ্র।

Advertisements

Garchumuk tour: আর কিছুদিনের মধ্যেই শীতের আমেজে দেখা দেবে চারিদিকে। বড়দিন, বা নিউ ইয়ার ইভে মাতবে সকলে। সঙ্গে ছোটোখাটো পিকনিক তো লেগেই আছে। এইবার শীতে পিকনিকের অন্যতম আকর্ষণ হলো গড়চুমুক পর্যটন কেন্দ্র। কিন্তু কোভিডের পর থেকে বেশ কয়েক বছর পর্যটকদের জন্য বন্ধ ছিল এটি। তবে এইবার পুনরায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে এই পর্যটন কেন্দ্রটি। নতুন সাজে সেজে উঠছে গড়চুমুক। রয়েছে বেশ কিছু নতুন চমক। এইবার শিশু পার্কের আধুনিকীকরণ করা হয়েছে। শিশুদের খেলার জন্য রয়েছে স্লিপ, দোলনা আরও নানা জিনিস।

Weekend Destination: Garchumuk tour

Garchumuk tour

Advertisements

নদী সংলগ্ন সবুজে ঘেরা চারপাশের পরিবেশ নজর কাড়বে সকলের। শান্ত-স্নিগ্ধ পরিবেশে একদিনের ছুটি কাটাতে বেশ ভালই লাগবে সকলের। এছাড়াও পার্কের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য নির্মাণ করা হচ্ছে ওয়াচ টাওয়ার। শীতের আগেই সাজিয়ে তোলা হবে গোলাপের বাগান। পাশাপাশি বাহারি গাছ এবং ফলের বাগানও থাকবে। পার্কের মধ্যে পুকুরে বোটিংয়ের ব্যবস্থাও করা হবে। যা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় হতে চলেছে।

পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করা যাবে বিদেশের এই ৮ হিল স্টেশনে! 

Garchumuk tour

Advertisements

আগামী দিনে পর্যটকদের জন্য আইসক্রিম পার্লার ও খাবার দেওয়ার পরিকল্পনাও করা রয়েছে। শান্ত নিরিবিলি পরিবেশে হোমস্টের ব্যবস্থাও করা রয়েছে। পার্কের মধ্যেই মিলবে এসি এবং নন এসি রুম। গড়চুমুকের পাশে রয়েছে উলুঘাটা সুইস গেট, উলটো দিকে হুগলি ও দামোদর নদীর মিলনস্থল। পার্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, পার্ক নতুন রূপে সজ্জিত হচ্ছে। প্রায় অধিকাংশ কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। শীতের মধ্যে কাজ শেষের আশাবাদী তারা। এছাড়াও পর্যটকদের গড়চুমুক মিনি-জু দেখার ছাড়পত্র মিললে ভিড় যে উপচে পড়বে সেই বিষয়ে বেশ আশাবাদী পার্ক কর্তপক্ষ।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles