TRP LIST: স্লট বদলে ছক্কা হাঁকালো ইচ্ছে পুতুল, বেঙ্গল টপারে নাম থাকলো কোন সিরিয়ালের? দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা
প্রতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশের অপেক্ষায় থাকেন সকল দর্শকবৃন্দ। কোন ধারাবাহিককে পিছনে ফেলে কে এগিয়ে গেল তা জানতে উৎসুক থাকেন প্রত্যেকেই।

TRP LIST: বিভিন্ন বিনোদন চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিকগুলির ভাগ্য নির্ধারণ হয় টিআরপি তালিকার মাধ্যমে। প্রতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশের অপেক্ষায় থাকেন সকল দর্শকবৃন্দ। কোন ধারাবাহিককে পিছনে ফেলে কে এগিয়ে গেল তা জানতে উৎসুক থাকেন প্রত্যেকেই। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার টিআরপি তালিকা প্রকাশিত হলেও এই সপ্তাহে একদিন দেরিতে অর্থাৎ আজ প্রকাশিত হয়েছে ধারাবাহিকগুলির টিআরপি তালিকা। তবে একদিকে বিশ্বকাপ ও অন্যদিকে দুর্গা পূজার কারণে প্রতিটি ধারাবাহিকেই কোপ পড়েছে। প্রতিটি সিরিয়ালের টিআরপিই নিম্নমুখী।
TRP List
গত সপ্তাহের টিআরপি তালিকার শীর্ষ স্থানে ছিল সুদীপা জুটি। তবে দ্বিতীয় স্থান থেকে জগদ্ধাত্রীকে সরিয়ে সেই জায়গা দখল করেছিল জি বাংলার ফুলকি এবং নিম ফুলের মধু ধারাবাহিক। তৃতীয় স্থানে ছিল জগদ্ধাত্রী। চতুর্থ ও পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছিল কার কাছে কই মনের কথা এবং স্টার জলসার জল থৈ থৈ ভালোবাসা। অন্যদিকে ইচ্ছে পুতুল জায়গা করে নিয়েছিল টিআরপি তালিকার এক থেকে দশের মধ্যে।
ঘুরে গেল গল্প! ময়ূরীকে বিয়ে করতে অস্বীকার করলো নীল, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব
তবে এই সপ্তাহের টিআরপি তালিকায় রয়েছে অন্য চমক। যদিও শীর্ষ স্থান ধরে রেখেছে সূর্য দীপার জুটি। মিশকার পর্দা ফাঁস হওয়ায় বেশ খুশি দর্শকবৃন্দ। অন্যদিকে দ্বিতীয় স্থান ধরে রেখেছে নিম ফুলের মধু কিন্তু দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থানে ছিটকে গেছে ফুলকি। তৃতীয় স্থান ধরে রেখেছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি। সম্প্রতি অন্যান্য ধারাবাহিকগুলির তুলনায় বেশ পিছিয়ে পড়ছে এই সিরিয়ালটি। তবে ইদানিং স্টার জলসার ধারাবাহিকগুলিও টিআরপি তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। পঞ্চম স্থানে জি বাংলার কার কাছে কই মনের কথা সঙ্গে জায়গা করে নিয়েছে স্টার জলসার হরগৌরী পাইলস হোটেল ধারাবাহিকটি। অন্যদিকে স্লট পরিবর্তন হওয়ার পরেও টিআরপি তালিকায় ছক্কা হাঁকিয়েছে জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকটি। মেঘের প্রতিবাদী চরিত্র যে বেশ নজর কেড়েছে সকলের তা বলাই বাহুল্য।
পুড়লো মেঘের কপাল! নীলের সন্তানের মা হতে চলেছে ময়ূরী, প্রকাশ্যে চাঞ্চল্যকর পর্ব
এক নজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা
- প্রথম- অনুরাগের ছোঁয়া (8.3)
- দ্বিতীয়- নিম ফুলের মধু (7.1)
- তৃতীয়- জগদ্ধাত্রী (7.0)
- চতুর্থ- ফুলকি (6.9)
- পঞ্চম- কার কাছে কই মনের কথা/ হরগৌরী পাইস হোটেল (6.7)
- ষষ্ঠ- সন্ধ্যাতারা/ রাঙা বউ (6.0)
- সপ্তম- লাভ বিয়ে আজকাল (5.8)
- অষ্টম- জল থৈ থৈ ভালোবাসা (5.7)
- নবম- তুঁতে (5.5)
- দশম- ইচ্ছে পুতুল (5.4)
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি