খবর

1 জুন থেকে WhatsApp আনছে বড় পরিবর্তন, ব্যবহারকারীদের চার্জ দিতে হবে মোটা টাকা

হোয়াটসঅ্যাপ আসতে চলেছে এক বড়সড়ো বদল, যা আগামী ১লা জুন থেকেই জারি করা হবে

Advertisement
Advertisements

WhatsApp : বার্তা আদান-প্রদানের এক অন্যতম সোশ্যাল প্লাটফর্ম হল হোয়াটসঅ্যাপ whatsapp। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের থেকে বেশ কিছুটা আলাদা ধাঁচে তৈরি এই অ্যাপসটি। এখানে বেশ কিছুটা গোপনীয়তা বজায় রেখেই বার্তা আদান-প্রদান কিংবা তথ্য আদান-প্রদান সম্ভব হয়। তবে এবার জানা গেছে, এই হোয়াটসঅ্যাপেও আসতে চলেছে এক বড়সড়ো বদল। যা আগামী ১লা জুন থেকেই জারি করা হবে।

কাদের জন্য পরিবর্তন আনছে WhatsApp ?

Whatsapp
হোয়াটসঅ্যাপের পেরেন্ট সংস্থা অর্থাৎ মেটা জানিয়েছে, এবার থেকে তারা অধিক বেশি মনিটাইজেশন করবে। এই কারণে হোয়াটসঅ্যাপের একাধিক বিষয়ে আনা হবে পরিবর্তন। বিজনেস হোয়াটসঅ্যাপে যোগ হবে নতুন কনভারসেশন ক্যাটাগরি এবং চার্জেও আসবে অনেক পরিবর্তন। যারা হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহার করে, তাদের দেওয়া হবে ইউটিলিটি অথেন্টিকেশন ও মার্কেটিং-এর মতন তিনটি নতুন অপশন।

ঠিক কি পরিবর্তন হতে চলেছে?

Whatsapp
আগামী ১লা জুন থেকে হোয়াটসঅ্যাপের চার্জ ও ব্যবহারকারীদের জন্য বেশ কিছুটা বেড়ে যাবে। হোয়াটসঅ্যাপ বিজনেসে কথা বলতে গেলে ০.৪৮ টাকা চার্জ করা হয় কিন্তু এটা বেড়ে দাঁড়াবে 0.3082 টাকা। যেটি ইউটিলিটির জন্য প্রযোজ্য। আবার অন্যদিকে মার্কেটিং অপশনে এই মূল্য গিয়ে দাঁড়াবে 0.7265 টাকা। আরো একটি যে অপশন রয়েছে অর্থাৎ অথেন্টিকেশন, এর জন্য আলাদাভাবে নোটিশ দেবে কোম্পানি।

আরো জানুন :

Whatsapp
যদিও অনেকেই হোয়াটসঅ্যাপ বিজনেস কি সেই ব্যাপারে অবগত নয়। সেই অর্থেই বলা চলে, সাধারণ যে কোন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের থেকে এই বিজনেস একাউন্ট অনেকটাই আলাদা। এটি সাধারণত মার্কেটিং এবং প্রমোশনাল এর জন্য ব্যবহার হয়ে থাকে। এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য কিছু অর্থ প্রদান করতে হয়।

Whatsapp
সম্প্রতি চালু হওয়া নতুন ইউটিলিটি অপশনটিতে, আফটার সেলস নোটিফিকেশন বিল্ডিং স্টেটমেন্ট এই জাতীয় লেনদেনের উপরে অধিক নজর রাখা হবে। আবার যারা প্রমোশনাল কনভারসেশন ক্যাটাগরিতে থাকবে, তারা ইউটিলিটি কিংবা অথেন্টিকেশন ক্যাটাগরিতে থাকবে না। অথেন্টিকেশনের মেসেজগুলি সব সময় ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে বিনিময় করা হবে। এছাড়া মার্কেটিং কথাবার্তা, প্রমোশনাল এবং অন্যান্য অফারের পাশাপাশি বিশেষ তথ্য পেয়ে যাবে ব্যবহারকারীরা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে

Related Articles