লাইফস্টাইল

Dreams: ঘুমের সময় আমরা স্বপ্ন কেনো দেখি? আসল কারণ জানলে চমকে উঠবেন

শুধু মানুষ নয়; বিভিন্ন প্রজাতির প্রাণীরাও ঘুমের ঘোরে স্বপ্ন দেখেন

Advertisement
Advertisements

Dreams while sleeping: ঘুমিয়ে গেলে নিদ্রাচ্ছন্ন অবস্থায় স্বপ্ন ( Dreams ) দেখাটা খুবই স্বাভাবিক। বিভিন্ন গল্পের স্তরে কিংবা জীবনের নানান ঘটনায়, এই স্বপ্নের মধ্যে দিয়ে ঢুকে যাওয়া যায়। শোনা যায়, শুধু মানুষ নয়; বিভিন্ন প্রজাতির প্রাণীরাও ঘুমের ঘোরে স্বপ্ন দেখেন।

আসলে স্বপ্ন বা Dream কী

Dream

কল্পনার জগতে থাকার সময় স্বপ্ন দেখা খুবই স্বাভাবিক কিন্তু এর কিছু মনস্তাত্ত্বিক কারণও বর্তমান। যার ব্যাপারে বিশেষজ্ঞরাও বেশ কিছু কথা বলেছেন। সেগুলি হল –

  • প্রথমত আমরা সারাদিন যা ভাবি, সেগুলি স্বপ্ন হয়ে ঘুমের সময় আমাদের মস্তিষ্কে কাজ করতে থাকে। সোজা কথায় বলতে গেলে, আমরা এর দ্বারা প্রভাবিত হই। তাই যখন শান্ত অবস্থায় থাকি, তখন এইগুলোই মনের মধ্যে ঘুরপাক খায়।
  • আসলে এই স্বপ্নগুলো নিজের ভিতরে থাকা দুঃখ এবং উদ্বেগ।
  • অনেকেই স্বপ্নের উপর ভিত্তি করে ভবিষ্যতের বিভিন্ন ঘটনারও তুলনা টানেন। এই স্বপ্নের দাঁড়াই ভবিষ্যৎবাণীও বর্তায়।

আরো পড়ুন – বেগুনি পেপার দিয়েই কেনো প্যাক করা হয় Cadbury ? চলুন জেনে নি ইতিহাস 

স্বপ্ন দেখার প্রধান কারণ

Dream

১) মানুষের জীবনে ঘটতে থাকা প্রতিদিনই নানান ঘটনাই, স্বপ্ন হয়ে চোখের সামনে ভেসে আসে। আবার কখনো কখনো এগুলির বিপরীতও ঘটনাও হতে পারে।

২) স্বপ্ন বাস্তব কিছুই দেখার মতন একটি বিশেষ ঘটনা। এটি কখনোই জেগে থাকা অবস্থায় আসে না। ঘুমের ঘোরেই আসে। কখনো বা এই দুইয়ের মাঝেও আসে।

৩) শুধু তাই নয়, বিভিন্ন রকম রোগ এবং খাদ্যাভ্যাসের ফলেও স্বপ্ন আসতে পারে।

৪) গ্রহ এবং রাশিচক্রের বিভিন্ন ঘাত-প্রতিঘাতেও স্বপ্ন আসে। যদিও সব স্বপ্নেরই বিশেষ কিছু মানে থাকতে নাও পারে।

Related Articles