ভাইরাল

Tomato Price: অগ্নিমূল্য টমেটো! রান্নায় অতিরিক্ত ২টি টমেটো দেওয়ায় স্বামীকে ত্যাগ করলেন স্ত্রী

টমেটোর দাম উত্তরোত্তর বেড়েই চলেছে। রান্নায় টমেটো ব্যবহার নেই বললেই চলে। এইরকম পরিস্থিতিতে রান্নায় কিনা দুটো বেশি টমেটোর ব্যবহার করা হয়েছে! আর এই কারণেই স্বামীকে ছেড়ে চলে গেলেন মধ্যপ্রদেশের এক মহিলা।

Advertisements

Tomato High Price দেশ জুড়ে সবজির দাম আকাশ ছোঁয়া! সাধারণ মানুষেরা সোনার ন্যায় ধরে নিচ্ছে সবজি বাজারকে। টমেটোর দাম উত্তরোত্তর বেড়েই চলেছে। রান্নায় টমেটো ব্যবহার নেই বললেই চলে। এইরকম পরিস্থিতিতে রান্নায় কিনা দুটো বেশি টমেটোর ব্যবহার করা হয়েছে! আর এই কারণেই স্বামীকে ছেড়ে চলে গেলেন মধ্যপ্রদেশের এক মহিলা। এমন ঘটনা দেখে চক্ষু চরক গাছ সাধারণ মানুষের।

MP Wife Leaves Husband After He Uses 2 Extra Tomatoes

Tomato

মধ্যপ্রদেশের শাহদল জেলার বাসিন্দা আরতী ভার্মা এবং সঞ্জীব ভার্মা। স্বামী-স্ত্রী মিলে একটি ধাবা চালান। রোজকার তরকারি দুজনে মিলেই তৈরি করেন। হঠাৎই স্ত্রী আরতি লক্ষ্য করে, প্রয়োজনের থেকে বেশি টমেটো স্বামী ব্যবহার করছে তরকারিতে। যা দেখে স্বামীকে রীতিমতো তিরস্কার করতে শুরু করে আর এত দামী টমেটো কেন অবচয় করছে, তা জানতে চায়! এরপরই বেঁধে যায় দুজনের মধ্যে বেজায় ঝগড়া কিন্তু তার পরিণতি যে কতটা ভয়াবহ হয়ে উঠবে, তা কেউই বুঝতে পারেনি।

Advertisements

মুরগির পিছনে ছুটতে গিয়ে নতুন দেশের সন্ধান! ২০০০ বছরের শহর দেখে হতভম্ব ব্যক্তি

Madhya pradesh Incident

Tomato

ঝগড়ার পরই আরতি তার মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। স্বামী সঞ্জীব অনেক চেষ্টা করে তাকে আটকানোর কিন্তু তাতে কোনও ফল হয় না। এরপরে সঞ্জীব উপস্থিত হয়ে পুলিশের কাছে। পুলিশ অনেকবার চেষ্টা করেছিল আরতিকে তার স্বামীর কাছে ফিরিয়ে নিয়ে যেতে কিন্তু কিছুতেই রাজি হয়নি সে। আরতিকে খুঁজে পাওয়া গিয়েছিল তার বোনের বাড়িতে। তবে শেষ পর্যন্ত আরতি কি আদৌ তার স্বামীর কাছে ফিরে গেছে কিনা, সে ব্যাপারে সঠিক তথ্য পাওয়া যায়নি। পরে জানা গিয়েছিল আরতি নাকি পুলিশকে জানিয়েছিলেন, সে তার স্বামীকে বলেছিল কোনও তরকারিতে টমেটো ব্যবহার করতে না কারণ টমেটোর দাম নাকি আকাশ ছোঁয়া। এরপরেও স্বামী একটির বেশি দুটি টমেটো ব্যবহার করায়, এরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles