ভাইরাল

World’s Richest Beggar: বিশ্বের ধনকুবের ভিখারীকে চেনেন? তাঁর আয়ের অংকটা শুনলেই বন বন করে ঘুরবে মাথা

Advertisements

Bharat Jain : ভিক্ষাবৃত্তি করেই চলে সংসার। অন্যের দেওয়া টাকার উপরেই নির্ভর করে চলে পেট গুজরাট। তবে ভিখারী মানে যে আর্থিকভাবে দুর্বল এমনটা ভাবা কিন্তু মোটেও ঠিক নয়। আমাদের দেশে এমন বহু ভিখারী রয়েছেন যাদের আর্থিক অবস্থায় এতটাই সচ্ছল যে তাদের আয়ের অংকটা শুনলেই রীতিমতো অবাক হয়ে যাবেন চাকুরীজীবীরা। শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু বাস্তব। ভিখারী অথচ বিত্তশালী (Richest Beggar)। আমাদের দেশেও কিন্তু রয়েছেন এমনই এক ভিখারী। বলা বাহুল্য, ভারতের ধনীতম ভিখারী তিনি। নাম ভরত জৈন (Bharat Jain)।

World’s Richest Beggar

Richest Beggar

Advertisements

বয়স মাত্র 49। তাঁর পেশা ভিক্ষাবৃত্তি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মায়া নগরীর পারেল এলাকায় বহু মানুষের কাছে হাত পাতেন তিনি। আর এভাবেই তিনি হয়ে উঠেছেন দেশের ধনীতম ভিখারী (Richest Beggar)। শুনলে অবাক লাগবে, ভরতের (Bharat Jain) বর্তমানে মাসিক আয় 87 হাজার টাকা। এমনকি বিপুল সম্পত্তির অধিকারী তিনি। নিজস্ব দুটি বড় বড় ফ্ল্যাট তাঁর রয়েছে মায়া নগরীতে। বাবা, দুই ভাই, স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে ভরা সংসার ভরতের। কেবলমাত্র দুটি ফ্ল্যাট নয় তাঁর নিজস্ব একটি দোকানও রয়েছে। যদিও সেই দোকানে বসেন না ভরত। দিয়েছেন ভাড়া। প্রতিমাসে দোকান থেকে ভাড়া বাবদ পান 10 হাজার টাকা। বলাই যায়, ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিলেও আর্থিক দিক থেকে বেশ লাভবান তিনি।

অরিজিৎ কিংবা বাদশা নন, ভারতের সবথেকে ধনী এই গায়ক একটি গানের জন্য নেন কোটি টাকা

Richest Beggar

Advertisements

আসলে কেবলমাত্র দুহাতে করে উপার্জন করলেই হয় না। হতে হয় সঞ্চয়ী। এমন বহু মানুষ আছেন যারা কোটি কোটি টাকা উপার্জন করলেও করতে পারেন না ব্যাঙ্ক ব্যালেন্স। আবার এমনও অনেকে আছেন যাদের উপার্জনের অংকটা কম হলেও তারা সঞ্চয় করতে ভালোবাসেন। আর তারই একটি জলজ্যান্ত প্রমাণ ভরত জৈন (Bharat Jain)।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles