
Samsung Galaxy M34 5G Price: বর্তমানে ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতো শপিং অ্যাপগুলিতে নিত্যদিন কোনো না কোনো গ্যাজেট বা স্মার্টফোন কেনার উপর অফার দেওয়া হয়ে থাকে। বিভিন্ন উৎসবে এই ছাড়ের পরিমাণ বাড়ানো হয়। এইবার এই তালিকায় আছে Samsung Galaxy M34 5G। কোনো ব্যক্তি যদি একটি নতুন 5G ফোন কিনতে চান তবে অ্যামাজনের দেওয়া অফারে কিনে নিতে পারেন। Samsung- এর এই ফোনে ১৮,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার মিলবে। এছাড়া ইএমআই-এর অপশনও পাওয়া যাবে। এছাড়াও রয়েছে আকর্ষণীয় অনেক অফার। সকল অফার পাওয়ার পরে ফোনের দাম অনেকটাই কমে হবে। দেখে নেওয়া যাক কোন কোন অফার পাওয়া যাবে !
দীর্ঘদিন নিজের সখের মোবাইলটি ভালো রাখতে চান? মেনে চলুন এই সহজ কয়েকটি টিপস্
Samsung Galaxy M34 5g Price and Offer
Samsung Galaxy M34 5G ফোনের দুটি ভেরিয়েন্ট মিলবে। 8 GB RAM এবং 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৪৯৯ টাকা। এই ভ্যারিয়েন্টটি ১৮% ছাড়ে ১৯,৯৯৯ টাকায় কেনা যাবে। ইএমআই-তে এই ফোনটি কিনতে চাইলে, প্রতি মাসে ৯৭০ টাকা দিতে হবে। এছাড়া যদি কোনো পুরনো ফোন থাকে তবে এক্সচেঞ্জ করা যাবে। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ১৮,৯০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অন্যদিকে OneCard ক্রেডিট কার্ডের দ্বারা পেমেন্ট করা হলে ৭৫০ টাকার ফ্ল্যাট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আর একটি ভ্যারিয়েন্ট 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজে কেনা যাবে যার দাম ২১,৯৯৯ টাকা।
Samsung Galaxy M34 5g Features
ফোনটিতে 6.5 ইঞ্চি সুপার AMOLED FHD+ ডিসপ্লে সহ পিক্সেল রেজোলিউশন 1080 x 2340। রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। যার প্রথম সেন্সরটি 50MP, দ্বিতীয়টি 8MP এবং তৃতীয়টি 2MP। এছাড়াও ফোনটিতে একটি 13MP ফ্রন্ট সেন্সর রয়েছে। ফোনটির ব্যাটারি লাইফ 6000mAH। ফোনটি কাজ করে Android 13-এ। এই ফোনে Exynos 1280 octa-core প্রসেসরও দেওয়া হয়েছে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি