Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খবর

Visa to Rupay: পোর্ট করা যাবে ক্রেডিট এবং ডেবিট কার্ডও, ১লা অক্টোবর থেকে চালু নতুন নিয়ম

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) নয়া নির্দেশ অনুসারে, এবার গ্রাহকই ঠিক করবেন তার ডেবিট কার্ড বা ক্রেডেট কার্ড কোন নেটওয়ার্কের আওতায় থাকবে।

Advertisements

Visa to Rupay: সাধারণত ডেবিট বা ক্রেডিট কার্ড যারা প্রদান করে, তারাই কার্ড নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে সেই কার্ড প্রদান করে থাকে। এক্ষেত্রে গ্রাহকের কোন ভূমিকা থাকে না। তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) নয়া নির্দেশ অনুসারে, এবার গ্রাহকই ঠিক করবেন তার ডেবিট কার্ড বা ক্রেডেট কার্ড কোন নেটওয়ার্কের আওতায় থাকবে। এরূপ নয়া নিয়মকে কার্যতপক্ষে সাধুবাদ জানাতে চলেছেন গ্রাহকেরা। এক্ষেত্রে কার্ড নেটওয়ার্কের বিভিন্ন বিকল্পগুলি গ্রাহকরাই জানতে পারবে এবং কার্ডের সাথে যুক্ত করতে পারবে।

Visa to Rupay: কবে থেকে চালু হবে এই নয়া নিয়ম?

Visa to Rupay

আগামী ১লা অক্টোবর থেকেই এমন নিয়ম চালু হতে চলেছে। কার্ড নেটওয়ার্কের সাথে কার্ড প্রদানকারীর কোনরকম সম্পর্ক থাকতে থাকবে না আর আগামী দিনে। ঠিক যেভাবে বিভিন্ন টেলিকম সংস্থা যেমন ভোডাফোন, জিও, এয়ারটেলে একটি সংস্থা থেকে অন্য সংস্থায় সিম পোর্ট করা যায়; সেভাবেই মাস্টার কার্ড থেকে রূপে কিংবা রূপে থেকে ভিসাতে কার্ড নেটওয়ার্ক পরিবর্তন করা যাবে।

Advertisements

Visa to Rupay: What is card Network Portability?

Visa to Rupay

এই ব্যবস্থাপনার মাধ্যমে গ্রাহকেরা তাদের কার্ড অ্যাকাউন্টগুলি একটি নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের অতি সহজেই স্থানান্তর করতে পারবে। নির্দিষ্ট কার্ডে থাকা ব্যালেন্স, ডিটেলস ইত্যাদি একই থাকবে কিন্তু তা অন্য কার্ড নেটওয়ার্কে পরিবর্তিত হয়ে যাবে। এতদিন পর্যন্ত এই কার্ড নেটওয়ার্ক ঠিক করে দিত কার্ড প্রদানকারী সংস্থাই। তবে এখন তা ভোক্তাদের হাতে।

ডেবিট ও ক্রেডিট কার্ডের ওপর নয়া নির্দেশিকা জারি করলো RBI, জেনে নিন বিস্তারিত

Debit Card and Credit Card Rules to Change

Visa to Rupay

উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যে কোনও ডেবিট কার্ড (Debit Card) বা ক্রেডিট কার্ড (Credit Card) যখন ব্যাংকের মতো সংস্থা থেকে নেওয়া হয়, তখন তাতে ভিসা, মাস্টার কার্ড, রূপে ইত্যাদি লেখা থাকে অর্থাৎ এইসব কার্ড নেটওয়ার্কের সাথে ওই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডটি সংযুক্ত আছে। তবে এটি এতদিন পর্যন্ত ঠিক করে দিত ওই নির্দিষ্ট ব্যাংক। তবে এবার তার সম্পূর্ণরূপে গ্রাহকদের হাতে! গ্রাহক নিজেদের ইচ্ছামত কার্ড নেটওয়ার্ক প্রদান করবে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles