টেকনোলজি

Youtube Earning : ইউটিউবে কত ভিউ-তে কত টাকা আয়, জানেন?

বর্তমান সময়ে দাঁড়িয়ে অর্থ উপার্জনের এক অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া আর এই সোশ্যাল মিডিয়াগুলির মধ্যেই ইউটিউব (youtube) হল অন্যতম।

Advertisement
Advertisements

Youtube earning: জানেন কি ইউটিউবে কত ভিউজে কত ইনকাম?

বর্তমান সময়ে দাঁড়িয়ে অর্থ উপার্জনের এক অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া আর এই সোশ্যাল মিডিয়াগুলির মধ্যেই ইউটিউব (youtube) হল অন্যতম। ইউটিউবকে পেশার অন্যতম ঠিকানা করে তুলেছে সকলে। ইউটিউবে ব্লগ বানিয়ে উপার্জন করা যাচ্ছে লক্ষাধিক টাকা (Youtube Earning)।

Youtube Earning

তবে ইউটিউবে ভিডিও করলেই সবার প্রথমে যে প্রশ্নটির সম্মুখীন হতে হয়, তা হল কত টাকা উপার্জন (Earning) হচ্ছে? অনেকের কাছেই এই প্রশ্নের উত্তর রীতিমতো ধোঁয়াশার মত! বাংলার কিরণ দত্ত বা যেকোনো বড় মাপের ইউটিউবারদের ভিউজ সংখ্যা দেখে অনেকেরই মনে হয়, তারা হয়তো কোটি টাকা উপার্জন করে। তবে এরকমটা কি সত্যিই সম্ভব!

Youtube Earning কিভাবে হয়?

Youtube Earning

যারা ভিডিও বানায় তাদের ভিডিওতে কমপক্ষে ১০০০ ভিউজ (youtube views) হলেই, তা থেকে অর্থ উপার্জন করা সম্ভব। তবে সংখ্যাটা যদি লাখের উপরে থাকে, তাহলে অর্থ উপার্জনের পরিমাণটাও বেড়ে যায়। অবশ্যই ভিডিওর সাথে পার্টনারশিপের নানান অংশ যোগ করলে, তাতে অর্থ উপার্জনের পরিমাণ বাড়ে।

প্রতি Views-এ কিরকম টাকা দেয় youtube

Youtube Earning

ইউটিউবে বিভিন্ন খাতের ভিডিও নির্মাতারা বিভিন্ন রকম অর্থ উপার্জন করে। যেমন ফুড ব্লগাররা একরকম, লাইফ স্টাইল ব্লগাররা এক রকম। তবে সবথেকে বেশি অর্থ উপার্জন করে ফাইন্যান্স এবং টেক (Finance and tech) বিষয়ক নির্মাতারা কারণ এই জাতীয় ভিডিওতে অ্যাডের পরিমাণ সর্বদাই বেশি থাকে। মোটামুটি ভিডিওতে যদি ১০০০ ভিউজ আসে, তাহলে নির্মাতাকে ১ ডলার থেকে ২৫ ডলার অর্থাৎ ৮২ টাকা থেকে ২০৭০ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে