খবর

YouTube Stories Shutting Down: নিত্যনতুন স্টোরি শেয়ার বন্ধ, ইউটিউব বন্ধ করছে এই বিশেষ ফিচার

বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলির মধ্যেই ইউটিউব (Youtube) হল অন্যতম।

Advertisements

Youtube Stories: ২৬ শে জুন থেকে বাতিল হচ্ছে ইউটিউবের এই বিশেষ ফিচারটি

অর্থ উপার্জনের এক অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলির মধ্যেই ইউটিউব (Youtube) হল অন্যতম। ইউটিউব ব্যবহারকারীরা ইউটিউবে ভ্লগিংয়ের (Youtube vlogging) মাধ্যমে, প্রায় লক্ষাধিক টাকা উপার্জন করতে পারছে এক লহমায়। এছাড়া বিভিন্ন মানুষের লাইফস্টাইল থেকে শুরু করে অন্তর্নিহিত নানান কাহিনী জেনে যাওয়া যাচ্ছে, এই ইউটিউবের ভ্লগের মাধ্যমে। এখন আবার চালু হয়েছে ইউটিউব শর্টস(Youtube Shorts), যার মাধ্যমে ছোট ছোট ভিডিও করেও অনেক বড় বার্তা পৌঁছে দেওয়া যাচ্ছে আপামর সোশ্যাল মিডিয়াবাসীদের কাছে।

Youtube stories

Advertisements

তবে সম্প্রতি ইউটিউবের পক্ষ থেকে এক বিরাট বড় ঘোষণা করা হল। ইউটিউবে একটি বিশেষ ফিচারে আসতে চলছে বদল। বলা যেতে পারে, রাতারাতি এই ফিচারটি সরিয়ে ফেলতে চলেছে (Youtube Feature Removed) ইউটিউব। আর এই বিশেষ ফিচারটি হল ইউটিউবের স্টোরি (Youtube Stories)।

Advertisements

What is Youtube Stories?

YouTube Stories

ফেসবুক-হোয়াটসঅ্যাপ যেকোনো অ্যাপেই স্টোরি দেওয়ার অপশন বর্তমান। ব্যবহারকারীরা নিজেদের ছোটখাটো মুহূর্ত চটজলদি স্টোরির মাধ্যমে তুলে ধরে। ছবি, ভিডিও সব কিছুই দেওয়া যায় এই স্টোরির মাধ্যমেই। ইউটিউব ২০১৭ সালে টিকটকের (Tiktok) সময়কালে এই স্টোরির ফিচারটি শুরু করেছিল। তখন যেসব ইউটিউবারদের ১০,০০০ হাজারের উপরে সাবস্ক্রিপশন ছিল, তারাই স্টোরি ব্যবহার করতে পারত। স্নাপচ্যাটের (Snapchat) থেকেও কিছুটা অনুপ্রাণিত হয়ে এই ফিচার চালু করা হয়েছিল ইউটিউবের পক্ষ থেকে। এই স্টোরি অপশনটির মাধ্যমে বিভিন্ন বড় বড় ইউটিউবাররা; তাদের এক একটি ভিডিওর পিছনে কি কি হয়ে থাকে সেগুলি সকলের সাথে ভাগ করে নিত। আবার কখনো ছোটখাটো প্রমোশনও তারা করতো।

What Youtube Wants to Remove This Feature?

YouTube Stories

তবে ইউটিউব এখন লক্ষ্য করছে ইউটিউবের অন্যান্য ফিচারগুলির মতো, স্টোরি সেরকম জনপ্রিয়তা অর্জন করেনি। স্টোরির পরবর্তীকালে ইউটিউব কমিউনিটি পোস্ট (Youtube Community Post) ও শর্টসের (Youtube Shorts) মতো আরও অনেক নিত্যনতুন ফিচার নিয়ে এসেছে। যেগুলি আজকের দিনে দাঁড়িয়ে বেশ জনপ্রিয়। কিন্তু স্টোরি নামক ফিচারটি, জনপ্রিয়তার নিরিখে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে। তাই ইউটিউবের তরফ থেকে বলা হয়েছে, আগামী ২৬/৬/২০২৩ থেকে ইউটিউবে আর স্টোরির অপশনটি উপলব্ধ থাকবে না।

এখনো পর্যন্ত ইউটিউবে এমন অনেক ব্যবহারকারী রয়েছে, যারা স্টোরির ব্যবহার পর্যন্ত জানেন না। আবার কখনো বা তাদের ব্যবহার করার কোন প্রয়োজনই হয় না। স্টোরিতে যে জিনিসগুলি করা যেতে পারে সেগুলি সবই শর্টস এবং কমিউনিটি পোস্টের মাধ্যমে হয়ে যাচ্ছে অতি সহজেই। তাই ইউটিউবের এই সিদ্ধান্ত কার্যকর হওয়াটাই খুব স্বাভাবিক।

আরো পড়ুন – ইউটিউবে কত ভিউ-তে কত টাকা আয়, জানেন?

Youtube Community Posts

YouTube Stories

অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যেমন ছবি আপলোড করা যায়, সেই সুবিধাটা নিয়ে এসেছে ইউটিউবও। ইউটিউবে কমিউনিটি পোস্ট (Youtube Community Post) নামক ফিচারের মাধ্যমে যেকোনো ব্যবহারকারী সাবস্ক্রাইবারদের সাথে নিজের পছন্দের ছবি ভাগ করে নিতে পারে কিংবা সাবস্ক্রাইবারদের সাথে বেশ কিছু প্রশ্নোত্তরের খেলাও খেলে নিতে পারে।

আবার ছবির সাথে নিজের সদ্য আপলোড করা বড় ভিডিওর লিংকও লিখে সকলকে জানিয়ে দিতে পারে। যার ফলে এই জাতীয় ফিচারের গ্রহণযোগ্যতা দিনদিন বেড়েই চলেছে। আবার কমিউনিটি পোস্ট সবসময়য়ের জন্যই থেকে যায় কিন্তু স্টোরি জাতীয় জিনিসগুলি ২৪ ঘন্টার বেশি থাকে না। তাই সাবস্ক্রাইরা ২৪ ঘন্টা পর চ্যানেলটি দেখলে, তারা আর সেই আগের বিশেষ তথ্যটি জানতে পারেনা।

 

Related Articles