অফবিটভাইরাল

Viral Video: পোষ্যের সঙ্গে অনাবিল আনন্দে মেতেছে ছোট্ট শিশু, ভাইরাল কিউট ভিডিও 

সারাদিনের কর্মব্যস্ততার পর মানুষ অবসরযাপনের জন্য চোখ রাখে সোশ্যাল মিডিয়ার পাতায়। 

Advertisements

Viral Video: বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে বিশ্ব মানুষের হাতের মুঠোয় এসে গিয়েছে। বর্তমানে পৃথিবীর আনাচে-কানাচের তথ্য মুহুর্তের মধ্যে মানুষের পক্ষে জানা সম্ভব হয়েছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মানুষকে তথ্য সমৃদ্ধ করার পাশাপাশি এটি বিনোদনেরও অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। সারাদিনের কর্মব্যস্ততার পর মানুষ অবসরযাপনের জন্য চোখ রাখে এই সোশ্যাল মিডিয়ার পাতায়।

Youtube Viral Video

Advertisements

বর্তমান দিনে বিভিন্ন ধরনের তথ্য ও বিনোদনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ জুড়ে রয়েছে পশু-পাখির ভিডিও। এইসব ভাইরাল ভিডিওর মধ্যে কখনো থাকে পশুপাখিদের মজার কাণ্ডকারখানা আবার কখনো তাদের মধ্যেকার অসম লড়াই। দিনের শেষে যা দেখে মানুষ বেশ আনন্দ উপভোগ করেন। তবে এরই মধ্যে এমন কিছু পশুপাখিদের ভিডিও ভাইরাল হতে দেখা যায় যা দেখে রীতিমতো অবাক হতে হয়।

Viral video

Advertisements

বাড়িতে কমবেশি প্রায় সকল মানুষই বিভিন্ন ধরনের পশুপাখিকে পোষ মানিয়ে থাকেন। আর এই সমস্ত পোষ্যের মজার কাণ্ডকারখানা ক্যামেরাবন্দি করে শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়।‌ দীর্ঘদিন বাড়ির সদস্যদের সঙ্গে থাকায় তারাও পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি পোষ্যের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে।

আলাদা ছবিটিকে খুঁজে বের করুন, সময় মাত্র 10 সেকেন্ড

Cute Cats Takes Care of baby

Viral Video

ভিডিওটিতে দেখা গিয়েছে একটি বাচ্চার সঙ্গে খেলায় মেতেছে বাড়ির একটি পোষ্য বিড়াল। বাচ্চাটিকে পাহারা দিয়ে আগলেও রেখেছে সে। বাচ্চাটিও বিনা ভয়ে তার সঙ্গে স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করছে এবং আনন্দে মেতে উঠেছে। ছোটো বাচ্চার প্রতি তার মায়ের যে স্নেহ ভালবাসা দেখতে পাওয়া যায় তারই প্রতিচ্ছবি যেন ফুটে উঠেছে এই ভিডিওটির মধ্যে দিয়েও। বিড়ালের এই ভিডিওটি ‘Cool Peachy’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে কিছুদিন আগে আপলোড করা হয়েছে এবং যা বেশ ভাইরালও হয়েছে নেটদুনিয়ায়। ইতিমধ্যে ভিডিওটি ভিউস সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ। ভিডিওটিতে লাইক ও কমেন্টও করেছেন বহু মানুষ।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles