বিনোদন দুনিয়া

Icche Putul: ময়ূরীকে দ্বিতীয়বার লগ্ন ভ্রষ্টা হওয়ার হাত থেকে বাঁচাতে সিঁদুর পরালো জিষ্ণু! প্রকাশ্যে ধারাবাহিকের মোড় ঘোরানো পর্ব

মেঘকে ডিভোর্স দিয়ে ময়ূরীকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় নীল।

Advertisements

Icche Putul: ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের নতুন প্রোমো দেখে রীতিমতো চমকিত হয়ে উঠেছিল দর্শক মহল। যেখানে দেখা গিয়েছিল, মেঘকে ডিভোর্স দিয়ে ময়ূরীকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় নীল। ছেলের এই সিদ্ধান্তে রাজি ছিল নীলের মা। সেই মতোই বিয়ের পিঁড়িতে দ্বিতীয়বারের জন্য বসে ময়ুরী। তবে প্রথম বারের মতো এবারও তার সঙ্গে নীলের বিয়ে হয় না। অপরদিকে লগ্নভ্রষ্টা ময়ুরীকে উদ্ধার করে মেঘের ঘনিষ্ঠ বন্ধু জিষ্ণু। এমন দৃশ্য দেখে কার্যত মাথায় হাত ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের দর্শকদের!

Icche Putul-Zee Bangla

Icche Putul: ময়ূরীকে দ্বিতীয়বার লগ্ন ভ্রষ্টা হওয়ার হাত থেকে বাঁচাতে সিঁদুর পরালো জিষ্ণু! প্রকাশ্যে ধারাবাহিকের মোড় ঘোরানো পর্ব

Advertisements

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যায়, ময়ূরী নীলের সিদ্ধান্তে বেজায় খুশি। অপরদিকে নীলের গোটা পরিবার সহ তার মা উপস্থিত হয়েছে ময়ূরীর বাড়িতে। ময়ূরীও বধূবেশে অপেক্ষারত নীলের জন্য কিন্তু নীল আর কিছুতেই এসে উপস্থিত হয় না সেখানে। এদিকে দেখা যায়, মেঘ তার প্রিয় বন্ধু জিষ্ণুকেও আমন্ত্রণ জানিয়েছে দিদির বিয়েতে। নির্দিষ্ট সময়ের পরেও নীল না আসায়, আবারও লগ্নভ্রষ্টা হয় ময়ূরী। সেই মুহূর্তে লগ্নভ্রষ্টা ময়ূরীকে বাঁচাতে তাকে সিঁদুর পরিয়ে বিয়ে করে নেয় জিষ্ণু।

New Episode

Icche Putul

এমন ঘটনা ঘটার পরেই সেখানে এসে উপস্থিত হয় নীল। নীল জানায়, সে যখন বিয়ে করতে এসেছে তখন বউ নিয়ে তো সে যাবেই। নীলের পরিবারের সকলেই এতে সম্মতি জানায়। তবে তাদের এমন কথা শুনে অবাক হয়ে যায় মেঘের মা ও বাবা! তারা আলোচনা করে, মেঘ তো এই বিয়েতে কিছুতেই রাজি হবে না! তবে নীল কেন এরকম কথা বলছে? এদিকে নীলের মা মেঘের মাকে বলে তৈরি হয়ে নিতে, তার দুই মেয়ের বিদায়ের সময় হয়ে এসেছে। এই কথা শুনে তো মেঘ আরো চমকে যায়! সে বলে, “বিয়ে তো হয়েছে এক মেয়ের, তাহলে একথা বলছেন কেন আপনি”?

মেঘকে ডিভোর্স দিয়ে ময়ূরীর সাথে বিয়ের পিঁড়িতে নীল! প্রকাশ্যে ‘ইচ্ছে পুতুলে’র ধামাকাদার প্রোমো

 

Icche putul

তবে কি আবারো নতুনভাবে বিয়ে হবে নীল আর মেঘের? নীলের গোটা পরিবার হয়তো আগে থেকেই পরিকল্পনা মাফিক এই পথে এগিয়ে ছিল। আবার কি নতুন ভাবে শুরু হবে নীল আর মেঘের পথ চলা! ধারাবাহিকের আগামী পর্ব জানতে দেখতে হবে জি বাংলায় ‘ইচ্ছে পুতুল’।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles