Icche Putul: জল্পনার অবসান! বিয়ের মন্ডপেই সব সত্যি স্বীকার করল রূপ, প্রকাশ্যে ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব
বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় রয়েছে ইচ্ছে পুতুল (Icche Putul)। সোশ্যাল মিডিয়ায় সর্বত্রই এই ধারাবাহিক নিয়ে চর্চা তুঙ্গে।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় রয়েছে ইচ্ছে পুতুল (Icche Putul)। সোশ্যাল মিডিয়ায় সর্বত্রই এই ধারাবাহিক নিয়ে চর্চা তুঙ্গে। নীল, ময়ূরী ও মেঘ এই তিনজনের জীবন কাহিনী নিয়েই আবর্তিত হচ্ছে ধারাবাহিকের গল্প।
Icche Putul Zee Bangla
কিছুদিন আগের টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, ময়ূরী রূপের সঙ্গে ষড়যন্ত্র করে যে মেঘকে ফাঁসিয়েছিল এই কথা ময়ূরীকে দিয়ে নীলের কাছে স্বীকার করিয়েছে মেঘ। নিজের প্রাণ বাঁচাবার জন্য সব কথা স্বীকার করলেন সুস্থ হয়েই মেঘের বিরুদ্ধে নিজের মা এবং গাঙ্গুলী বাড়ির প্রত্যেককে ক্ষেপিয়ে তোলে সে। আবারো নতুন ফন্দি এঁটে মেঘকে মিথ্যাবাদী প্রমাণ করে সকলের সামনে। গাঙ্গুলী বাড়ির প্রত্যেকে এমনকি নীলও ময়ূরীর পাতা ফাঁদে পা দেয়।
মেঘকে উচিত শিক্ষা দিতে সে শেষ পর্যন্ত ময়ূরীকে বিয়ে করতেও রাজি হয় এবং মেঘকে জানায় তাকে ডিভোর্স দেবার পরেই ময়ূরীকে দ্বিতীয় বার বিয়ে করবে সে। মেঘ কষ্ট পেলেও নিজেকে সামলে নিয়ে নীলকে জানায় দাঁড়িয়ে থেকে তাদের দুজনের বিয়ে দেবে সে। ইতিমধ্যে বিয়ের তোড়জোড় শুরু হয়েছে দুই বাড়িতেই। তবে এই বিয়েতে মত নেই ময়ূরীর বাবা অর্থাৎ অনিন্দ্য বাবুর। সে ভালোমতোই বুঝতে পারছে মেঘকে আঘাত করার জন্যই নীল এই জঘন্য খেলায় মেতেছে। এই কথা ময়ূরীকেও বুঝিয়েছে সে। কিন্তু ময়ূরী জানায়, নীল তাকে ভালোবাসে। তাই তারা বিয়ে করছে।
উল্টো চাল, মেঘকে শিক্ষা দিতে গিয়ে নিজেই বিপাকে পড়লো নীল! প্রকাশ্যে টানটান পর্ব
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসছে ধারাবাহিকের নয়া পর্ব। আসন্ন পর্বে দেখা যাবে, কনের সাজে সেজেছে গিনি। এরই মধ্যে সেখানে এসে পৌঁছায় বরের গাড়ি। বিয়ের আগে গাড়ির মধ্যেই মদ খেয়ে রূপ জানায় গিনিকে বিয়ে করলেও আমি আমার কাজ চালিয়ে যাব। এরপরই মদ্যপ অবস্থায় বিয়ের মণ্ডপে পৌঁছায় রূপ। তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এই ধরনের কোনো পর্ব প্রকাশ্যে আনা হয়নি। বরং সোশ্যাল মিডিয়া ফ্যান পেজগুলির তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। তবে আজকের পর্বে সত্যিই মদ্যপ অবস্থায় বিয়ে করতে আসবে রূপ। এরপর সকলেই চাইছেন রূপের আসল রূপ সকলের সামনে আসুক। তবে আদৌ এমন কোনো ঘটনা ঘটবে কিনা তা জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি