খবর

Zomato 2000 Rupees Notes: ক্যাশ অন ডেলিভারিতে কেবলই 2 হাজারের নোট, টুইটে জানাল Zomato

Zomato 2000 Rupees Notes: ভারতের রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ শে সেপ্টেম্বর থেকে 2000-এর নোট বাতিল করা হবে।

Advertisement
Advertisements

Zomato 2000 Rupees notes: ক্যাশ অন ডেলিভারিতে দেদার ২০০০-এর নোট! নয়া নির্দেশিকা জোমাটর

ভারতের রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ শে সেপ্টেম্বর থেকে 2000-এর নোট ( Zomato 2000 Rupees Notes)  বাতিল করা হবে। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

RBI যা বলেছে

  •  ৩০ সেপ্টেম্বরের পর থেকে ২০০০ টাকার নোট তুলে দেওয়া হবে।
  • অতিসত্বর ব্যাংকে গিয়ে এই নোটগুলি জমা করতে হবে, নচেৎ তা বাতিল হয়ে যাবে।

Zomato 2000 Rupees notes

  • আপাতত মুদি, পণ্য, বিভিন্ন পরিষেবা সবকিছুতেই এই নোট ব্যবহার করা যাবে।
  • এবার RBI-এর এই সিদ্ধান্তের উপর বেশ কিছু কথা প্রকাশ করলো জোম্যাটো। ইতিমধ্যে বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে তাদের পক্ষ থেকে এই
    ২০০০ টাকার নোট নিয়ে কারণ RBI-এর সিদ্ধান্তের পরেই, অধিকাংশ ক্ষেত্রেই ২০০০ টাকার নোট ব্যবহার করা হচ্ছে জোমেটোকে দেওয়ার জন্য। এর ফলে একটি মজাদার টুইট পর্যন্ত করেছে তারা।

টুইটে যা রয়েছে Zomato 2000 Rupees Notes

টুইটারের পোস্টটিতে বলা হয়েছে, গত শুক্রবার থেকে প্রায় ৭২ শতাংশ ক্যাশ অন ডেলিভারিতে ২ হাজার টাকার নোট দেওয়া হয়েছে। এর সাথে একটি মজাদার ছবিও তারা জুড়ে দিয়েছে। সেখানে দেখা গেছে, একটি ২০০০ টাকার নোটের বিছানার উপরের জোমাটোর পোশাক পরা ডেলিভারি বয় শুয়ে রয়েছে।

Zomato 2000 Rupees notes

দ্বিতীয় আরেকটি পোস্ট তারা ইতিমধ্যেই করেছে যেখানে বলা হয়েছে-

      • কিডস- ব্যাংকে ২০০০ টাকার নোট এক্সচেঞ্জ করতে যায়
      • অ্যাডাল্টস- ক্যাশ অন ডেলিভারিতে ২০০০ টাকার নোট ব্যবহার করে।
      • লেজেন্ডস- ২০০০ টাকার নোটই নেই।

Zomato 2000 Rupees Notes

যদিও এসবের মাঝেই জোমেটো এক নয়া পরিষেবা চালু করতে চলেছে। শুরু হতে চলেছে তাদের নিজস্ব UP8 পরিষেবা। তাই খাবার কেনার পরে অর্থ প্রদানের জন্য আর কোন তৃতীয় ইউপিআই ব্যবহার করতে হবে না গ্রাহকদের। নিজস্ব ইউপিআই- এর দ্বারাই পেমেন্ট সম্পন্ন করা যাবে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে

Related Articles