Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
লাইফস্টাইল

Best AC Tips: কিভাবে AC চালালে বিদ্যুৎ বিল কম আসে

এয়ার কন্ডিশনার লাগানোর পরেই বিদ্যুৎ বিলের পরিমাণও বেড়ে যাচ্ছে, যা স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলছে

Advertisements

AC Tips : প্রকট গরমে সাধারণ মানুষের অবস্থা নাজেহাল। বাড়ির বাইরে বেরোনো যেমন কষ্টসাধ্য, ঠিক সেরকম ভাবেই বাড়ির ভিতরেও মনে হচ্ছে লু বইছে। এসি (AC) ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না। অনেকে নিজের সামর্থের বাইরে গিয়েও ঘরে এয়ার কন্ডিশনার অর্থাৎ এসি লাগিয়েছে। তবে এসি লাগিয়েও কি সত্যিই স্বস্তি পাওয়া যাচ্ছে?

AC tips

Advertisements

এয়ার কন্ডিশনার লাগানোর পরেই বিদ্যুৎ বিলের পরিমাণও বেড়ে যাচ্ছে, যা স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। তবে এসি লাগানোর পরে বিশেষ কিছু নিয়ম মেনে চললে (Ac tips), আপনার বিদ্যুৎ বিল কিন্তু কম আসতে পারে। তাই দেরি না করে আপনার এই ছোট্ট ভুলগুলির সমাধান আজই করে নিন।

যে যে কারণে এসি চালালে বিদ্যুৎ বিল বেশি আসে (AC Tips)

AC tips

  • ঘরের তাপমাত্রার সাথে সব সময় সামঞ্জস্য রেখে এসির তাপমাত্রা রাখতে হয়। তা না হলে বিদ্যুৎ বিল বেশি আসে।
  • এসি চালালে কখনোই তাড়াহুড়ো করা উচিত নয়। একটি নির্দিষ্ট তাপমাত্রায় সর্বদা এসিকে ঠিক করতে হয়।
  • প্রতিটি এয়ার কন্ডিশনারে ২৮° পর্যন্ত তাপমাত্রা দেওয়া হয়। তাই সর্বদা ২৪-২৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা সেট করতে হয়। খুব কম তাপমাত্রা সেট করলে, বিদ্যুৎ বিলও বাড়তে থাকে।
  •  ঘরে তাপমাত্রা কমে গেলেই সঙ্গে সঙ্গে এসির তাপমাত্রাও (AC temperature) কিছুটা বাড়িয়ে দিতে হয়। এতে কিছুটা সামঞ্জস্য বজায় থাকে।
  • হঠাৎ করেই তাপমাত্রা অনেকটা কমে গেলে, কম্প্রেসারের ওপর প্রচুর চাপ পড়ে যায়। তাই সেক্ষেত্রে বিদ্যুৎ বিলের পরিমাণটাও বাড়তে থাকে।

আরো জানুন :

তবে শুধু এসবই নয়, আরো বিভিন্ন কারণের জন্য এসি চালালেই বিদ্যুৎ বিলও বাড়তে থাকে পাল্লা দিয়ে। সেগুলোও এসি কেনার আগে মাথায় রাখা উচিত অবশ্যই।

AC tips

  •  এর মধ্যে প্রথমেই হল এসি কেনার সময় তার রেটিংটির (AC rating) দিকে নজর দিতে হবে।
  •  বাইরের তাপমাত্রার সাথে সর্বদা সামঞ্জস্য বজায় রাখতে হবে।
  • ঘরের পরিধি এবং ঘরে থাকা লোক সংখ্যা, সবকিছু বুঝে নিয়ে এসি কেনা উচিত। ঘর খুব বড় হলে ১.৫ টন থেকে ২ টনের এসি আবশ্যক।
  •  এসি কোন সময় বা কতক্ষণ ধরে ব্যবহার করছেন, তার ওপরেও বিদ্যুৎ বিলের পরিমাণ নির্ভর করে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে

Related Articles