Countries Without Airports: কোনো বিমানবন্দর নেই বিশ্বের এই ৫ টি দেশে! জানলে অবাক হবেন আপনিও
বিমান পরিষেবার মাধ্যমে এক রাজ্য থেকে অন্য রাজ্য, এক থেকে অন্য দেশে মাত্র কয়েক ঘন্টায় পৌঁছানো যায়। তবে বিশ্বে এরকম ৫টি দেশ রয়েছে, যেখানে কোনও বিমান পরিষেবায় নেই!

Airports: দেশ বিদেশে পৌঁছানোর সবথেকে সহজ উপায় হল বিমান। বিমান পরিষেবার মাধ্যমে এক রাজ্য থেকে অন্য রাজ্য, এক থেকে অন্য দেশে মাত্র কয়েক ঘন্টায় পৌঁছানো যায়। তবে বিশ্বে এরকম ৫টি দেশ রয়েছে, যেখানে কোনও বিমান পরিষেবায় নেই! যেসব দেশের উপর দিয়ে বিমান চলাচল পুরোপুরি বন্ধ। বিমানবন্দর (Airport) পর্যন্ত নেই। জানেন কি এরকম ৫টি দেশের নাম।
5 Countries Without Airports
- ভ্যাটিকান সিটি
বিশ্বের সবথেকে ছোট দেশ হল ভ্যাটিকান সিটি। রোম ও ইতালি দ্বারা বেষ্টিত এই দেশটি। এই দেশে কোনরকম বিমানবন্দরের পরিষেবা নেই। কেউ যদি ঘুরে দেখতে চায় দেশটিকে, তাহলে তাকে প্রথমেই রোমে পৌঁছাতে হবে বিমানে করে। এরপর সেখান থেকে ছোট ট্রেন বা বাসে করে এই জায়গাতে পৌঁছাতে হবে।
- সান মারিনো
ভ্যাটিকান সিটি থেকে খুব কাছেই অবস্থিত সান মারিনো বিশ্বের প্রাচীনতম রাজ্যের মধ্যে এটি হল অন্যতম। এটিও একইভাবে ইটালি দ্বারা বেষ্টিত। সান মারিনোর সমুদ্রে কারোরই প্রবেশের অনুমতি নেই। খুব ছোট দেশ হওয়ার দরুন এখানে বিমানবন্দরের ব্যবস্থা নেই।
- মোনাকো
মোনাকো হল বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ, যেটি প্রায় তিন দিক থেকে ফ্রান্স দ্বারা বেষ্টিত। এই দেশে কোনও বিমানবন্দর নেই, তাই এখানে যেতে গেলে প্রথমে ফ্রান্সের বিমানবন্দরে পৌঁছাতে হবে। এরপর সেখান থেকে নৌকা করে পৌঁছাতে হবে মোনাকোতে।
- লিচেনস্টাইন
অস্ট্রিয়া ও জার্মানির সীমান্তে অবস্থিত বিশ্বের অন্যতম ছোট দেশ হল লাচেনস্টাইন। যেখানে কোনওএই বিমানবন্দর নেই। জায়গায় যেতে গেলে অস্ট্রিয়ান রেলে করে কিংবা নৌকা করে পৌঁছাতে হয়।
ভারতের দীর্ঘতম বিমান সফর কোনটি? কোথায় সেই জায়গা? অনেকেরই অজানা উত্তর
- অ্যান্ডোরা
ফ্রান্স-স্পেনের মধ্যবর্তী স্থানে অবস্থিত অ্যান্ডোরা। এই দেশে এতটাই পাহাড়ের আধিক্য যে, বিমানবন্দরের কোন পরিষেবা নেই। ৩০০০ মিটার উঁচু পিরেনিস পাহাড় গোটা দেশটিকে ঘিরে রেখেছে। কেউ যদি এখানে ঘুরতে যেতে চায়, তাহলে বার্সেলোনার মতো কাছাকাছি শহরে ফ্লাইটে করে নামতে হয়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি