Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

Deepika Padukone: ছুঁয়ে দেখেন না সাবান! দীপিকার কোমল ত্বকের রহস্য কী জানেন?

বলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী 'দীপিকা পাড়ুকোন'

Advertisements

Deepika Padukone: বলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘দীপিকা পাড়ুকোন’ (Deepika Padukone)। তার হাসি থেকে শুরু করে চেহারার গঠন, এমনকি কোমল ত্বকে সকলের নজর আটকে যায়। হালকা চাপা ত্বকের রং হলেও, তার ত্বক যেন এক আলাদাই জেল্লা দেয়। ত্বকে রয়েছে এক আলাদা রকমের মসৃণতা, যার ফলে সকলেই জানতে চায় অভিনেত্রী ত্বকের যত্নের গোপন তথ্য।

Deepika Padukone’s Skin Care Routine

Deepika Padukone

লাইট- ক্যামেরা-অ্যাকশন, এইসবের মাঝে নিজেদের আলাদা করে যত্ন করা তারকাদের জন্য ভীষণভাবে জরুরী। অভিনেত্রীরা ক্যামেরার সামনে যতই মেকআপ করুক না কেন, বাড়িতে তারা ঘরোয়া উপায়ে ত্বক চর্চা করে থাকে। যার ফলে তাদের জেল্লা কোনভাবেই কমানো যায় না। এরকম বেশ কিছু রূপচর্চার নিয়ম মেনে চলে দীপিকাও, যার ফলে এই বয়সেও তার ত্বক মসৃণ এবং জেল্লাদার। তাহলে আর দেরি না করে আপনিও জেনে নিন, দীপিকার ত্বক চর্চার গোপন রহস্য।

Advertisements

Deepika Don’t Use Soap

Deepika Padukone

সাবান কখনোই ব্যবহার করেন না অভিনেত্রী। সাবানের পরিবর্তে তিনি ব্যবহার করেন লুফা (Luffa)। সাবান মাখলেই ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। তাই সাবান থেকে অভিনেত্রী দূরত্ব বজায় রেখে চলে। এর পরিবর্তে তার ব্যবহার করা লুফা, ত্বকে অনেক কোমলতা দেয়। ত্বককে রাখে উজ্জ্বল এবং আর্দ্র ।

Use Of Luffa

Deepika Padukone

  • ত্বকে জেল্লা ফিরিয়ে আনতে আদ্র এবং মসৃণ রাখতে সাহায্য করে লুফা। এছাড়া ত্বকে রক্ত চলাচলেও সাহায্য করে এটি। তবে লুফা ব্যবহারেও বেশ কিছু নিয়ম কানুন রয়েছে।
  • লুফা ব্যবহারের আগে অবশ্যই এটা গরম জলে ভিজিয়ে নিতে হবে। এর ফলে সেটি অনেক নরম হয়ে যায় এবং ত্বকে ব্যবহার করলে কোন ক্ষতি হয় না।
  • লুফা প্রতিদিনই পরিষ্কার করতে হবে। তা না হলে লুফাতে ব্যক্টেরিয়া বাসা করে নেবে। জমতে থাকবে ধুলোবালি। এগুলি ত্বকে গেলে সেই ব্যাকটেরিয়া সংক্রমণে ত্বকেরও নানান রোগ হতে পারে। তাই লুফা ব্যবহার করার পাশাপাশি সেটি কেচে রোদে শুকিয়ে নেওয়া দরকার।

Related Articles