Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
লাইফস্টাইল

Hair Straightening: লাগবে না স্ট্রেটনার মেশিন, কুঁকড়ে যাওয়া রুক্ষ চুল সোজা হবে একটিমাত্র উপাদানেই

অনেকেই চুল সোজা করার জন্য ব্যবহার করে অত্যাধিক হিট সহ স্ট্রেটনার! এতে চুল আরো বেশি রুক্ষ ও কোঁকড়ানো হয়ে ওঠে।

Advertisements

Hair Care: চুল সুন্দর দেখানোর জন্য তাতে বিভিন্ন রকম কেমিক্যালের করা হয়। নানান রকম ট্রিটমেন্টের মাধ্যমে চুলের সৌন্দর্য বাড়িয়ে তোলা হয়। এর ফলে দিনশেষে চুল হয়ে যায় রুক্ষ ও শুষ্ক। চুল পড়ার মতো সমস্যা বাড়তে থাকে নিত্যদিন। অনেকেই চুল সোজা করার জন্য ব্যবহার করে অত্যাধিক হিট সহ স্ট্রেটনার (Hair Straightening tips)! এতে চুল আরো বেশি রুক্ষ ও কোঁকড়ানো হয়ে ওঠে।

রুক্ষ, শুষ্ক ও কোঁকড়ানো চুলকে এইসব কেমিক্যাল পদ্ধতিতে স্বাস্থ্যকর না দেখিয়ে, ঘরোয়া পদ্ধতির মাধ্যমে হবে সব সমস্যার সমাধান। শুধুমাত্র একটি উপাদানেই চুল হবে সোজা (Hair Straightening)! কী ভাবে? দেখে নিন এই প্রতিবেদনে।

Advertisements

Home Remedies to Hair Straightening

Hair Straightening 

ঘরোয়া উপায়ে চুল সোজা করার জন্য প্রথমে যে কোন শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে নিতে হবে। এবার তোয়ালে দিয়ে এটি মুছে নিতে হবে। তবে পুরোপুরি মুছলে চলবে না।

Advertisements

অপরদিকে চা পাতা আর মেথি ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং তার সাথে ওটস ও চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে।

Hair Straightening 

মিশ্রণটিকে ভালো করে ফুটিয়ে তা ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। এরপর ওই পেস্টটির মধ্যে ১ চামচ চিনি ও ১ চামচ লেবুর রস দিতে হবে।

এই প্যাকে অবশ্যই মেশাতে হবে নারকেল তেল কারণ এটি চুলের আর্দ্রতা বজায় রাখে।

Hair Straightening 

এবার এই সমস্ত উপাদানগুলি চুলের স্ক্যাল্পে প্রায় ৩০ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখতে হবে।

৩০ মিনিট পর্যন্ত রাখা হয়ে গেলে, ভালো করে জল দিয়ে চুল ধুয়ে নিতে হবে এবং ওই চুলে সিরাম লাগিয়ে নিতে হবে। এতে চুল দেখাবে সিল্কি।

Hair Straightening 

এই পদ্ধতি অবলম্বন করলে চুল যেমন নরম ও ও মসৃণ হবে, সে রকম চুলের বৃদ্ধিও হবে খুব ভালো।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles