Icche Putul: ‘আমার জীবন থেকে চলে যেওনা মেঘ’, মেঘের কাছে নীলের করুণ আর্জি, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব
বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিক মোড় নিয়েছে অন্য দিকে।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিক মোড় নিয়েছে অন্য দিকে। যার কারণে একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শক। আপাতত গল্পের প্রধান আকর্ষণ গল্পের নায়িকা মেঘ।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে বৌভাতের অনুষ্ঠানের শুরুতেই গিনিকে রূপের ব্যাপারে কাউকে কিছু না বলতে সাবধান করে দেয় শালিনী দেবী। রূপকেও সে বলে দেয় গিনিকে সামলে রাখতে। রুপ নিজের স্বার্থেই গিনির সঙ্গে ভালোবাসার নাটক করতে থাকে। এইসময় গাঙ্গুলী বাড়ির সকলে উপস্থিত হয় তাদের রিসেপশনের অনুষ্ঠানে। গিনির প্রতি রূপের ভালোবাসা দেখে শান্তি পায় সবাই এবং মীনাক্ষি দেবী অতি গর্বের সঙ্গে বলেন তার নেওয়া সিদ্ধান্ত মোটেও ভুল হয়নি। এরপর রূপের বাবা মা সবার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন। এর মাঝে মিনি সবার মাঝে চুপ করে বসে থাকে। এমন সময় ময়ূরী তার কাছে গিয়ে বলে তারও এমন কোন পছন্দের মানুষ আছে কিনা! তবে ময়ূরী সেই কথা তাদের বাড়িতে বলবে। মিনি জিজ্ঞাসা করে কোনো খোঁজখবর ছাড়াই বলে দেবে! এই বলে সে ময়ূরীকে জিজ্ঞাসা করে সে গিনির সঙ্গেও এমনটা করেছে কিনা? মিনির এই কথা শুনে ভয় পেয়ে সেখান থেকে চলে যায় ময়ূরী।
অন্যদিকে বাড়ির বাইরে দাঁড়িয়ে মেঘের কথা ভাবতে ভাবতে তাকে শেষ পর্যন্ত ফোন করে ফেলে নীল। নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা বলে তারা। মেঘের গানের অনুষ্ঠান কেমন হলো সেই খবরও নেয় সে। নীলের মুখে এই কথা শুনে অবাক হয় মেঘ। এরপরই নীল মেঘকে বলে আট তারিখে তাদের ডিভোর্সের পর সে যেন তার জীবন থেকে হারিয়ে না যায়। সে যেন বন্ধু হিসাবে নীলের জীবনে থেকে যায়। নীলের এই কথায় কষ্ট হয় মেঘের। কিন্তু সে নীলকে জানিয়ে দেয় সে এই ব্যাপারে কোনো কথা বলতে চায় না। কি হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে! আদৌ কি ডিভোর্স হবে মেঘ ও নীলের নাকি আবারও এক হবে তাদের পথ চলা! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল (Icche Putul)।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি