Kar Kache Koi Moner Katha: দুর্ধর্ষ এপিসোড! মধুবালার কথা অমান্য করেই পরাগের কঠিন শাস্তির ব্যবস্থা করল শিমুল
মাত্র কয়েক মাসের মধ্যেই ধারাবাহিকটি টিআরপি তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে।

Kar Kache koi Moner Katha: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া একটি নবাগত ধারাবাহিক হলো ‘কার কাছে কই মনের কথা (Kar kache Koi Moner Katha)’। মাত্র কয়েক মাসের মধ্যেই ধারাবাহিকটি টিআরপি তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে। ভিন্ন স্বাদের গল্প বিশেষত সমাজে প্রতিনিয়ত নারীদের কীভাবে অত্যাচারিত হতে হয় সেই গল্পই তুলে ধরেছে এই ধারাবাহিক। ইদানিং বেশ জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিকের প্রতিটি পর্ব।
Kar Kache Koi Moner Katha Zee Bangla
সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পড়বে দেখা গিয়েছে পরাগের অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয় শিমুল। বাড়িতে এসে পরাগকে ধমকে যেতেও বলে সে। শিমুলের কথায় তাদের বাড়িতে এলেও শিমুলের পূর্ব প্রেমের কথা শুনে খানিকটা পরাগের পক্ষ নিয়েই কথা বলে পুলিশ অফিসার। সে পরাগের কথা শুনে নিজের মতামত বদলে শিমুলকে বলে নিজের সমস্যার নিজে সমাধান করে মানিয়ে গুছিয়ে তার স্বামীর সঙ্গে থাকতে। একপ্রকার শিমুলের দোষ ধরাতে থাকে সে। সঙ্গে যোগ দেয় মধুবালা। সেও পুলিশ অফিসারকে বলে শিমুলকে বোঝাতে যাতে সে একটু মানিয়ে গুছিয়ে তার ছেলের সঙ্গে থাকে।
পরাগ জানায় শতদ্রুর সঙ্গে শিমুলের সম্পর্ক আছে এবং সে মাঝরাতে তাকে বাড়িতে নামিয়ে দিয়ে যায় সেই কারণেই সে তার স্ত্রীয়ের গায়ে হাত তুলেছে। পরাগ এই কথা শুনে সেই ঘটনাকে সমর্থন করে পুলিশ অফিসার বলে উনি বাধ্য হয়েই গায়ে হাত তুলেছেন। একজন পুলিশের এমন কথা শুনে চমকে যায় সকলে। যদিও শিমুলের পাড়ার বন্ধুরা তার পাশে দাঁড়ায় এবং জানিয়ে দেয় সুবিচারের জন্য তারা ডিএম-এর কাছে যাবে।
দুর্ধর্ষ এপিসোড! ময়ূরী সব কুকীর্তির কথা তার মায়ের কাছে ফাঁস করল গিনি
Kar kache Koi Moner Katha New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে, পুলিশের থেকে সুবিচার না পেয়ে শিমুল তার বান্ধবীদের নিয়ে পৌঁছে গিয়েছে ডিএম-এর অফিসে। সেখানে গিয়ে শিমুল জানায় সে তার স্বামীর দ্বারা প্রতিদিন রাতে শারীরিক ভাবে অত্যাচারিত হয় এমনকি তার স্বামী তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এমনকি গায়ে হাত পর্যন্ত তোলে। ডিএম শিমুলকে বলে কোনো স্বামীরই তার স্ত্রীয়ের গায়ে হাত তোলার অধিকার নেই। শিমুলের স্বামীকে ডেকে পাঠাবেন বলে তিনি আশ্বস্ত করে তাকে। অন্যদিকে শিমুল কোথায় গেছে তা বুঝে উঠতে পারেনা কেউই। মধুবালা বুঝতে পারে পরাগের কোনো বড় রকম শাস্তির ব্যবস্থা করতেই গেছে শিমুল। পরাগ পলাশকে জানায় পুলিশকে সে যেভাবে সামলে নিয়েছে সেইভাবে সে সকলকেই সামলে নেবে। সে আরো জানিয়ে দেয় যে শিমুলের সঙ্গে সে কোনোভাবেই থাকবে না। শিমুলের এই পদক্ষেপে কি এইবার উচিত শিক্ষা পাবে পরাগ? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা (Kar kache Koi Moner Katha)।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি