LPG Price Hike: ১লা নভেম্বর থেকে দেশের বিভিন্ন প্রান্তে বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, জানুন বিস্তারিত
নতুন মাস পরতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে রদবদল করা হলো।

LPG Price Hike: প্রতি মাসের পয়লা তারিখে রান্নার গ্যাস এবং বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের রদবদল করা হয়ে থাকে। এই মাসেও তার অন্যথা হলো না। নতুন মাস পরতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে রদবদল করা হলো। এইবার সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল ১০৩.৫ টাকা অর্থাৎ গোটা নভেম্বর মাসে গ্যাসের এই দামই বরাদ্দ থাকবে।তবে গৃহস্থ গ্যাস সিলিন্ডারের বদলে দাম বৃদ্ধি পেয়েছে ভর্তুকিহীন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (১৯কেজি)।
Increased price of LPG commercial cylinders in capital Kolkata:
রাজধানী কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের বর্ধিত দাম:
১লা নভেম্বর অর্থাৎ আজ থেকে কলকাতায় ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের বর্ধিত দাম ১,৯৪৩ টাকা। ৩১ অক্টোবর পর্যন্ত যা ছিল ১,৮৩৯.৫ টাকা। অর্থাৎ সিলিন্ডার প্রতি দাম বৃদ্ধি পেয়েছে ১০৩.৫ টাকা।
Increased cylinder prices in three metro cities respectively
তিনটি মেট্রো শহরে সিলিন্ডারের বর্ধিত দাম যথাক্রমে:
দিল্লি: ১,৮৩৩ টাকা
মুম্বই: ১,৭৮৫.৫ টাকা
চেন্নাই: ১,৯৯৯.৫ টাকা।
অর্থাৎ কলকাতা ছাড়া তিনটি মেট্রো শহরেই পয়লা নভেম্বর থেকে এই বর্ধিত দামেই ভর্তুকিহীন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার (LPG cylinder) কিনতে হবে।
Non-subsidized domestic gas cylinder prices
ভর্তুকিহীন গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দাম:
তবে নভেম্বরের পয়লা তারিখ থেকে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামের কোনও রদবদল করা হয়নি। আমজনতা অক্টোবর পর্যন্ত যে দামে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনেছিলেন সেই একই দাম বহাল থাকবে নভেম্বর মাসেও। অর্থাৎ কলকাতা শহরে একটি ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়বে ৯২৯ টাকা।
১লা নভেম্বর থেকে নিয়ম পরিবর্তন একাধিক ক্ষেত্রে, জানুন কী প্রভাব পড়তে চলেছে
Non-subsidized domestic lpg gas cylinder prices in three metro cities are respectively:
তিনটি মেট্রো শহরে ভর্তুকিহীন গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে:
দিল্লি: ৯০৩ টাকা,
মুম্বই: ৯০২.৫ টাকা এবং
চেন্নাই: ৯১৮.৫ টাকা।
অর্থাৎ তিনটি মেট্রো শহরে গোটা নভেম্বর মাসে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার এই দামেই কিনবেন সাধারণ মানুষ।
প্রসঙ্গত উল্লেখ্য, গত মার্চ মাস থেকে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামের কোনও রদবদল করা হয়নি বরং ৩০শে অগস্ট রাখির উপহার হিসাবে প্রতিটি ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা হ্রাস করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। এখনও দেশের বিভিন্ন প্রান্তে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসে দাম একই রয়েছে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি