Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ট্রেন্ডিং

Observation Skill: তীক্ষ্ণদৃষ্টি থাকলেই ‘F’-এর ভিড়ে ‘E’- সংখ্যাটিকে খুঁজে পাবেন, সময় মাত্র ১৫ সেকেন্ড

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে অপটিক্যাল ইলিউশন জাতীয় চোখের ধাঁধাগুলি।

Advertisements

Observation Skill Test: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে অপটিক্যাল ইলিউশন জাতীয় চোখের ধাঁধাগুলি। ৮ থেকে ৮০ সকলেই অত্যন্ত মজার সাথে ধাঁধার সমাধান খুঁজে বের করছে। একই রকম সংখ্যা, একই রকম শব্দ কিংবা একই রকম ছবির মধ্যে ভিন্ন জিনিস খুঁজে বের করার মাধ্যমে ধাঁধার সমাধানে আসা সম্ভব। এর দ্বারা দৃষ্টিশক্তির পাশাপাশি পর্যবেক্ষণ ক্ষমতাকেও বাড়িয়ে তোলা যাচ্ছে সমানভাবে। আজকের এই প্রতিবেদনে এরকমই একটি মজাদার ধাঁধা হাজির করা হলো।

Observation skill test: If You have Hawk Eyes Find the Letter ‘E’

Observation Skill

Advertisements

উপরের ছবিটিতে দেখা যাচ্ছে একাধিকবার ইংরেজিতে ‘F’ অক্ষরটি লেখা আছে। আপাত দৃষ্টিতে সব অক্ষরগুলিকে একই রকম লাগলেও  এই ‘F’ অক্ষরের ভিড়েই লুকিয়ে রয়েছে ‘E’ অক্ষরটি আর এটিই খুঁজে বের করতে হবে একজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি যুক্ত সমাধানকারীকে। তাহলে আর দেরি না করে শুরু করে, খোঁজার কাজ শুরু করে দেওয়া যাক।

If You have Hawk Eyes Find the Letter ‘E in 15 Secs

Observation Skill: তীক্ষ্ণদৃষ্টি থাকলেই 'F'-এর ভিড়ে 'E'- সংখ্যাটিকে খুঁজে পাবেন, সময় মাত্র ১৫ সেকেন্ড

তবে হ্যাঁ সমাধানকারীদের হাতে সময় কিন্তু খুব কম মাত্র ১৫ সেকেন্ড। এর মধ্যেই মনোযোগ সহকারে এবং গভীর পর্যবেক্ষণের মাধ্যমে সঠিক অক্ষরটিকে চিহ্নিতকরণ করতে হবে।

সময় শুরু হল ঠিক এখন।

দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে খুঁজে বের করতে হবে ভিন্ন অক্ষরটিকে।

১৫

১৪

১৩

১২

১১

১০

সময় কিন্তু প্রায় শেষের মুখে

কী খুঁজে পাওয়া গেল ‘E’ অক্ষরটিকে?

অনেকগুলি ‘P’-এর ভিড়ে লুকিয়ে রয়েছে ‘9’ সংখ্যাটি, খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Solution

Observation Skill

১৫ সেকেন্ড শেষ হলো ঠিক এখানেই। অনেকেই হয়তো ইতিমধ্যেই ভিন্ন অক্ষরটিকে চিহ্নিতকরণ করে ফেলেছেন। তবে যারা পারেননি তাদের চিন্তার কোনো কারণ নেই, অক্ষরটিকে বিশেষভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হলো এখানেই।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles