Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ট্রেন্ডিং

Optical Illusion: বলুন তো লাল চাকতিতে ঘোড়া নাকি গরু রয়েছে? ৩ সেকেন্ডে উত্তর দিলেই আপনি জিনিয়াস

অপটিক্যাল ইল্যুয়েশন (Optical Illusion) অর্থাৎ যাকে চোখে ধাঁধা বলে আখ্যা দেওয়া হয়।

Advertisements

অপটিক্যাল ইল্যুয়েশন (Optical Illusion) অর্থাৎ যাকে চোখে ধাঁধা বলে আখ্যা দেওয়া হয়। বহু প্রাচীনকাল থেকেই এই খেলার চল রয়েছে। এখন তো সোশ্যাল মিডিয়ার পাতায় স্ক্রল করতে করতেই এই জাতীয় খেলাগুলি খেলে নেওয়া যায়। বুদ্ধিশক্তি এবং দৃষ্টিশক্তি এই দুয়েরই পরিচয় দেওয়া যায়। এই খেলার সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে, মানুষটির আইকিউ ঠিক কতটা ভালো বোঝা যায়।

Optical Illusion Game

Optical illusion

কতটা ধৈর্য এবং গভীর মনোনিবেশ থাকলে, একটা মানুষ গভীর চোখের ধাঁধার উপর উত্তর দিতে পারে তা জানা যায় এই চোখের ধাঁধা অর্থাৎ অপটিক্যাল ইল্যুয়েশন নামক খেলার মাধ্যমে। এরকমই একটি খেলা আপনাদের সামনে তুলে ধরা হলো এই প্রতিবেদনে। যেখানে আপনাকে একটি ছবির রহস্য খুঁজে বের করতে হবে।

Advertisements

Optical illusion

ছবিটি দেখা যাচ্ছে, একটি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর লাল রঙের বৃত্ত। এই বৃত্তের ওপরেই আবার রয়েছে কালো কালি দিয়ে লেখা, “সি এনিথিং? কাম ইওর মাইন্ড অ্যান্ড স্টেয়ার অ্যাট দিস রেড সার্কল” অর্থাৎ আপনাকে নির্দেশ করা হচ্ছে, মাথাকে ও মনকে শান্ত করে ছবিটির দিকে এক নজরে চেয়ে থাকতে এবং আপনি যেটা দেখতে পাচ্ছেন, সেটা কমেন্ট বক্সে জানাতেও বলা হয়েছে। যদিও এক নজরে এটি দেখে আপনার বোঝা সম্ভব নয়; আদতে ছবিটির মধ্যে কি রয়েছে! তবে ছবিটির মধ্যে কিছু তো রয়েছে, তা না হলে আপনার দৃষ্টিশক্তির পরীক্ষা নেওয়া হচ্ছেই বা কেন?

Optical illusion Game Answer

Optical illusion

আপনি যদি দীর্ঘক্ষণ একদৃষ্টিতে ওই লাল বৃত্তটির দিকে তাকিয়ে থাকেন, তাহলে দেখতে পাবেন সেখানে একটি পশু রয়েছে। তবে সেটি কি পশু, এটিই আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার হাতে সময় মাত্র ৩ সেকেন্ড। এর মধ্যে উত্তর দিতে পারলে বোঝা যাবে, আপনার দৃষ্টি শক্তি এবং বুদ্ধিশক্তি ঠিক কতটা প্রকট। ছবিটি দেখে বোঝাই গেছে, আসলে চার পেয়ে কোন পশু রয়েছে। এটি হল ঘোড়া, যার পায়ে জিন পরানো রয়েছে এবং লাল বৃত্তের মধ্যে থাকা ঘাসের ওপরে সে দাঁড়িয়ে আছে।

Netizen Answered

কেউ এই অপটিক্যাল ইল্যুয়েশনটি দেখে বলেছে, সে কিছু দেখতে পায়নি। কেউবা আবার বলেছে, “আমি বিভ্রান্ত”, আবার একজন বলছে, “কিছুই তো দেখতে পেলাম না”।

 

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে

Related Articles