Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টেকনোলজি

Tata Harrier: ভারতীয় রেঞ্জ রোভার! আকর্ষণীয় লুকস ও ফিচারস সহ বাজারে আসতে চলছে টাটা হেরিয়ারের নয়া মডেল, বিস্তারিত জানুন

আসতে চলেছে রেঞ্জ রোভারের স্টাইলে টাটা হেরিয়ার।

Advertisements

Tata Harrier: দেশীয় বাজারে বরাবরই কম দামে অধিক ফিচারের গাড়ি নিয়ে আসে টাটা মোটরস (Tata Motors)। এবারও টাটার নয়া ভ্যারিয়েন্ট চমকিত করতে চলেছে গাড়ি প্রেমীদের। আসতে চলেছে রেঞ্জ রোভারের স্টাইলে টাটা হেরিয়ার (Tata Harrier)। আগের থেকে অনেক বেশি সুরক্ষিতভাবে বানানো হয়েছে এই গাড়ির মডেল। এছাড়া অনেক অত্যাধুনিক ফিচারসহ রাখা হয়েছে, লুকেও রাখা হয়েছে আধুনিকতার ছোঁয়া। আপাতত কোম্পানির তরফ থেকে টাটা হেরিয়ারের বুকিং শুরু হয় গিয়েছে।

Tata Harrier 2023 : Features

Tata Harrier

এই গাড়িতে নয়া ফিচার হিসেবে রাখা হচ্ছে অটো ইমারজেন্সি ব্রেক, লেন ডিপারচার অ্যাসিস্ট, লেন চেঞ্জ অ্যাসিস্ট্যান্ট, ব্লাইন্ড স্পট ডিটেকশন, পিছনে ধাক্কা না লাগার বিশেষ সুবিধা, রেয়ার ক্রস ট্রাফিক এলার্ট, ড্রাইভিং অ্যাসিস্ট। এর সাথে থাকছে এই গাড়িতে ৬ স্পিড ম্যানুয়াল এবং ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। সেফটির জন্য দেওয়া হচ্ছে অটোমেটিক এয়ার ব্যাগ। চারটি চাকার উপরেই থাকবে ডিস্ক ব্রেক।

Advertisements

Tata Harrier

Tata Harrier

এই মডেলটিতে ব্যবহার করা হবে ১৭০ টার্বো চার্জ ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনটি হবে ১৬৭ এইচপির পাওয়ার এবং ৩৫০ এমএমের টর্ক জেনারেটর। এই গাড়িটিতে থাকবে ব্ল্যাক, ব্লু, ট্রপিক্যাল মিস্টার, হোয়াইট, গ্রে সহ একাধিক কালার। টাটার নয়া হেরিয়ার মডেলে দেওয়া হবে অ্যাডভান্স ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট। এছাড়া বড় টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এসবই দেওয়া হবে।

Tata Harrier 2023:Price

Tata Harrier

এখনো পর্যন্ত এই গাড়িটি বাজারজাতক করা হয়নি, তবে বুকিং শুরু করে দেওয়া হয়েছে। গাড়িটির দাম কত হবে সে ব্যাপারে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে গাড়িতে যেহেতু অনেক অত্যাধুনিক ফিচার যুক্ত করা হয়েছে, তাই গাড়িটির দাম কিছু বেশি হতে পারে। অফিসিয়ালি আর কিছুদিনের মধ্যেই গাড়িটির দাম ঘোষণা করা হবে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles